একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।
আর ভারতীয় মোবাইলের বাজারে বেশ ভালো নাম কুড়িয়েছে ভিভো কোম্পানি। মূলত ক্যামেরার জন্য বিখ্যাত হয় এই কোম্পানির মোবাইল। তবে এখন সুপারফাস্ট প্রসেসর সহ সব দিকেই নজর দিয়েছে ভিভো। তাই বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম, কমবেশি সব রেঞ্জের মোবাইল বানিয়ে থাকে এই নির্মাতা সংস্থা। আর এবার মিড রেঞ্জ সেগমেন্টে রাজ করতে বাজারে লঞ্চ হচ্ছে এই কোম্পানির একটি মোবাইল। সূত্র মারফত জানা গেছে, শীঘ্রই বাজারে আসবে Vivo Y100T মোবাইলটি। সবথেকে বড় কথা, এটি 5G মোবাইল।
এবার জেনে নেওয়া যাক এই মোবাইলের স্পেসিফিকেশন। ভিভো’র এই মোবাইলে পাবেন ২৩৮৮ × ১০৮০ পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ৬.৬৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই মোবাইলে পারফরম্যান্সের জন্য রয়েছে ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং ৩.১ গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি ৮২০০ অক্টা-কোর প্রসেসর সবং মালি-জি-৬১০ জিপিইউ। এছাড়াও ক্যামেরা হিসেবে এই মোবাইলে মিলবে ওআইইএস এবং অ্যান্টি-শেক ফিচার সহ এফ/১.৭৯ অ্যাপারচারযুক্ত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি লেন্স।এই মোবাইলে রয়েছে ৫০০০ এমএএইচ-এর বড় ব্যাটারি প্যাক। এই ব্যাটারি চার্জ হবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিতে।
বর্তমানে চীনে মোবাইলটি লঞ্চ হয়েছে তিনটি ভার্সনে। এই মোবাইলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৪৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ১৭,৫০০ টাকার কাছাকাছি। এছাড়াও এই মোবাইলের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ১৯,৯০০ টাকার কাছাকাছি। এছাড়াও ভিভো’র এই মোবাইলের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৮৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ২২,৫০০ টাকার কাছাকাছি। তাই ভারতে এই মোবাইল লঞ্চের পর দামের আন্দাজে বলা যাচ্ছে যে ১৮ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে হতে পারে।