প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Vivo Mobile: নতুন সিরিজের মোবাইল লঞ্চ করছে Vivo! ঝকঝকে ক্যামেরা, উজ্জ্বল ডিসপ্লে, সুপারফাস্ট চার্জিং

একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়…

Published By: Debaprasad Mukherjee | Published On:

একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।

আর ভারতীয় মোবাইলের বাজারে বেশ ভালো নাম কুড়িয়েছে ভিভো কোম্পানি। এখন বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম, কমবেশি সব রেঞ্জের মোবাইল বানিয়ে থাকে এই নির্মাতা সংস্থা। আর এবার প্রাইম রেঞ্জে রাজ করতে বাজারে লঞ্চ হচ্ছে এই কোম্পানির একজোড়া মোবাইল। সূত্র মারফত জানা গেছে, শীঘ্রই বাজারে আসবে Vivo V30 এবং Vivo V30 Pro। এখন একনজরে দেখে নিন এই দুটি মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

● Vivo V30: ভিভোর আসন্ন এই মোবাইলটিকে সাজানো হয়েছে সব প্রিমিয়াম স্পেসিফিকেশন দিয়ে। এই মোবাইলে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশরেট সাপোর্ট করে, এবং ২৮০০ নিটস পীক ব্রাইটনেস। এছাড়াও এই মোবাইলে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসরে, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ, ওআইএস ফিচার সহ ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এই মোবাইলে মিলবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইলে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সহ মিলবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

● Vivo V30 Pro: এই মোবাইলে যাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যা ২৮০০ নিটস পীক ব্রাইটনেস দেয় এবং, ১৮০০×১২৬০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্জ রিফ্রেশরেট সাপোর্ট করে। এই মোবাইলে মিলবে ZEISS ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো লেন্স। এছাড়াও এই মোবাইলে থসক্তে পারে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮২০০ প্রসেসর। যোগ করা হতে পারে।।এছাড়াও এই মোবাইলে মিলবে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ। এই মোবাইলে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সহ মিলবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।