এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রেমের মরশুম। কারণ এখন চলছে ‘ভ্যালেন্টাইন্স উইক’ বা প্রেমের সপ্তাহ। আর এই সময়ে প্রেমের জোয়ারে কার্যত ভাসছে গোটা পৃথিবী। কাছের মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন অনেকেই, অনেকেই আবার যারা দেখা করতে পারছেন না, তারা নিজেদের স্বর্ণালী মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সকলের সঙ্গে। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই প্রেম দিবস পালনে মত্ত। আবার এই প্রেমের সপ্তাহ বা প্রেম দিবসে কাছের মানুষকে উপহার দেওয়ার একটা চল রয়েছে।
আর সেই কারণেই এই সময় উপহার কেনার ক্ষেত্রে ব্যাপক ডিসকাউন্ট অফার চলছে নানা জায়গায়। সোনার দোকান থেকে ইলেকট্রনিক্সের দোকান এমনকি আরো নানা দোকানে উপহারের জিনিসপত্রের উপর দেওয়া হচ্ছে ছাড়। আর এবার কাপলদের জন্য বিরাট অফার নিয়ে এসেছে বিজয় সেলস। এটি মূলত একটি বিপনি সংস্থা। এই সংস্থার বিভিন্ন স্টোর রয়েছে দেশজুড়ে। আর তারা এবার ভ্যালেন্টাইন্স উইকে বিরাট ছাড় ছাড় দিয়ে বিভিন্নরকম ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করছে। একনজরে দেখে নিন, কোন গ্যাজেট কত দামে মিলছে সেখানে।
বর্তমানে বিজয় সেলসের স্টোরে Redmi 13C 5G মোবাইলটি ছাড় সহ পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়। এছাড়াও Asus Mobile ROG 6 5G ফোনটি ডিসকাউন্টে ৪৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, আপনি যদি আইপ্যাড কিনতে চান তাহলে Apple iPad 9th Generation মডেলটি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ মিলছে ২৭,৯০০ টাকায়। প্রিয়জনের জন্য স্মার্টওয়াচ কিনতে চাইলে সেখানেও রয়েছে ছাড়। boAt Enigma R32 মডেলের ফিমেল স্মার্টওয়াচ ৩,১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে সেখানে। হেডফোন কিনলেও ছাড় পাবেন সেখানে। এই সেলে boAt Rockerz 551 ANC হেডফোনটি কিনতে পারবেন মাত্র ২,৭৯৯ টাকায়। এছাড়াও, ইয়ারবাডের ক্ষেত্রে Redmi Buds 4 Active মডেলটি বর্তমানে পাওয়া যাচ্ছে ৯৯৯ টাকায়।
এসবের পাশাপাশি ট্রিমারের উপরেও রয়েছে আকর্ষণীয় ছাড়। এই মুহূর্তে সেখানে Philips OneBlade Beard Trimmer ১,১৯৯ টাকায় এবং Philips 1000 সিরিজের বডি ট্রিমার ১,১২৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও Vega 3000 অল-ইন-ওয়ান হেয়ার স্টাইলাস ১,৪৫১ টাকায় এবং Philips 3000 সিরিজের হেয়ার ড্রায়ার ১,৭৮৯ টাকায় পাওয়া যাচ্ছে। ক্যামেরা কিনতে চাইলে সেখানেও ছাড় পাবেন। Fujifilm Instax ক্যামেরাটি পেয়ে যাবেন ৫,৪৯৯ টাকায়। এছাড়াও JBL PartyBox 110 পোর্টেবল পার্টি স্পিকার কিনতে পারবেন ২৯,৯০০ টাকায়। বিজয় সেলসের স্টোরে বা তাদের অনলাইন সাইটে এগুলি কিনতে পারবেন।