প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

5G Mobile: জোরদার টক্কর হবে Nothing ফোনের সঙ্গে, কম দামে বাজারে আসছে Tecno-র এই 5G মোবাইল

আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এলহন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এলহন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। আবার উৎসবের মরশুম এলে তো নতুন মোবাইল কেনার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে এই প্রতিবেদনে আলোচনা করা হল এমন একটি 5G মোবাইলকে নিয়ে, যার মধ্যে উন্নতমানের ফিচার্স মিলবে। ভারতের বাজারে এই মোবাইল লঞ্চ না হলেও, লঞ্চ হওয়ার পর যে এটি ধামাকা করবে, তা আগেভাগে টের পাওয়া যাচ্ছে।

এই প্রতিবেদনে আমরা কথা বলবো টেকনো কোম্পানির Tecno Pova 6 Pro 5G মোবাইলটি নিয়ে। এই মোবাইলে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। সেই সঙ্গে গ্রাহকরা যাবেন ডায়নামিক পোর্ট এবং ১২০ হার্জের রিফ্রেশ রেট। এছাড়াও চোখের জন্য ২১৬০ হার্জ ডিমিং প্রযুক্তি এবং সুপারকুল সিস্টেম মিলবে। দিরডেন্ট পারফরম্যান্সের জন্য এই মোবাইলে প্রসেসর হিসেবে এই মোবাইলে মিলবে ডাইমেনসিটি-৬০৮০ 5G চিপসেট। এছাড়াও এই মোবাইলে মিলবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি লেন্স। এছাড়াও ৭০ ওয়াট আল্ট্রা চার্জিং সাপোর্ট সহ ৬ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি। মোবাইলে রয়েছে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ।

এছাড়াও বর্তমান প্রজন্মের জন্য আকর্ষণীয় করে তুলতে এই মোবাইলে দেওয়া হয়েছে ডায়নামিক-আই ডিজাইন। মোবাইলের পিছনের এই ডিজাইনে থাকবে ২১০টি মিনি এলইডি একটি রিং এবং প্রপেলার, যা ফোন ও ম্যাসেজ এলে জ্বলে উঠবে। এছাড়াও এই স্মার্টফোনে মিলবে ডলবি অডিও এবং স্টেরিও স্পিকার সেটআপ। এই ধূসর ও সবুজ রঙে উপলব্ধ হবে। আগামী মার্চে ফিলিপিন্সে লঞ্চ হবে মোবাইলটি। পরে ভারতের বাজারে আসবে। তাই মোবাইলের দাম সম্পর্কে কোনো তথ্য মেলেনি এখনো।