প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Honda Activa: ব্যবসা ডুববে Ola, Hero-র, বাজারে আসছে হোন্ডা কোম্পানির এই ই-স্কুটার

ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু'চাকা থেকে চার'চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, বাজাজ সহ হাতেগোনা কয়েকটি কোম্পানি। সম্প্রতি এই তালিকায় এসেছে টিভিএস, হিরো’ও। এখম ভারতের অটোমোবাইল বাজারে ইলেকট্রিক গাড়ির ছড়াছড়ি। তাই আগামী প্রজন্মের এইসব গাড়ি তৈরির প্রতিযোগিতায় যেমন নেমেছে কিছু স্টার্ট-আপ সংস্থা, তেমনই নামজাদা কোম্পানিগুলিও আসছে এই তালিকায়।

স্কুটারের বাজারে এখন গোটা দেশে ভালো পারফর্ম করেছে Honda-র বেশ কিছু পেট্রোল স্কুটার। একাধিক স্কুটার লঞ্চ করে দেশের অটোমোবাইল বাজারে বেশ নামডাক হয়েছে এই নির্মাতা সংস্থার। তবে সব মডেলের মধ্যে এই কোম্পানির Honda Activa মডেলটি ছিল সর্বাধিক জনপ্রিয়। বহুদিন ধরে অনেক ভার্সন লঞ্চ হচ্ছে এই স্কুটারের। তবে এখন পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক ইঞ্জিনের স্কুটার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে হোন্ডা কোম্পানির এই জনপ্রিয় মডেলটি। একনজরে জেনে নিন এই ই-স্কুটারের কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে।

নির্মাতা সংস্থা সূত্রে খবর, হোন্ডা কোম্পানির এই স্কুটার ভারতে লঞ্চ হবে ক্লাসিক লুকে। তবে এতে বেশ কিছু লাইটিং জুড়ে দেওয়া হয়েছে, যা স্কুটারকে স্পোর্টি লুক দেবে কিছুটা। জানা গেছে, একাধিক এডিশনে উপলব্ধ হবে এই স্কুটার। বর্তমান সময়ের বেশিরভাগ ই-স্কুটারের মতোই এই স্কুটারেও উপলব্ধ হবে অত্যাধুনিক সব ফিচার্স। এই স্কুটারে থাকবে টু-টোন‌ সিট, রিয়ার ভিউ মিরর, ইউএসবি চার্জিং পোর্ট, এবিএস ব্রেকিং সিস্টেমের মতো সুবিধা। আর এই সব অত্যাধুনিক ফিচার্স গাড়িটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকদের কাছে।

এই গাড়িতে থাকবে একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ও একটি স্টেবল ইঞ্জিন। এই স্কুটার দেওয়া হয়েছে একটি ৪ কিলোওয়াটের বড় ব্যাটারি প্যাক। সেই কারণেই একবার ফুল চার্জ দিলে এই স্কুটার ২৮০ কিলোমিটার ছুটতে সক্ষম। তবে, এই স্কুটারের ইলেকট্রিক ইঞ্জিন শক্তিশালী, যা টক্কর দেবে ওলা-র স্কুটারগুলিকে। জানা গেছে, এই স্কুটারের সর্বোচ্চ গতি হবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে এই স্কুটারে চেপে রাইডের সম্পূর্ণ মজা পাবেন চালকরা। তবে কবে এই স্কুটার লঞ্চ হবে, তা জানা যায়নি। মনে করা হচ্ছে, এই স্কুটারের দাম হবে ১ লক্ষ টাকার নীচে।