পরিবহন হল মানুষের জীবনের এক অপরিহার্য কাজ। আর সেই পরিবহনের জন্য এখন দু’চাকার বাইক মানুষের জীবনে এক অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাইকের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাস্তায় কিন্তু বাইকের চলাচল কমেনি মোটেও। কেউ যেমন বড় চাকার বাইক চালাতে স্বচ্ছন্দ, তেমনই আবার কেউ ছোট চাকার স্কুটি চালাতে পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে তো স্কুটারের বিকল্প নেই।
কিন্তু ভারতের বাজারে বছরের পর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাইকের দামও। আজ থেকে কয়েকবছর আগে অব্দি পঞ্চাশ হাজার দামে বাইক পাওয়া গেলেও আজ প্রায় সমস্ত বাইকের দাম ছুঁয়েছে এক লক্ষের গন্ডি। তবে এখনো বাজারে বেশ কিছু বাজেট সেগমেন্টের উপলব্ধ রয়েছে, যেগুলি মধ্যবিত্ত ক্রেতারা দেখতে পারেন বিকল্প হিসেবে। এই নিবন্ধে এমন দুটি বাজেট সেগমেন্টের বাইকের সন্ধান দেওয়া হল।
● Bajaj CT 110X: একসময়ের সেরা বাজেট সেগমেন্টের বাইক ছিল বাজাজ সিটি বাইকটি। এবার সেটির পরবর্তী মডেল লঞ্চ হয়েছে। এই বাইকে দেওয়া হয়েছে একটি ১১৫.৪৫ সিসি শক্তিশালী ইঞ্জিন। তাই যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক খুঁজছেন, তাদের জন্য এটি দারুন একটি বিকল্প। এছাড়াও এই বাইকে পাওয়া যাবে ভালো মাইলেজ। কোম্পানির দাবি, এই বাইকে প্রতি লিটার তেলে অন্তত ৭০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই বাইক। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৬৯ হাজার টাকার কাছাকাছি। তাই সস্তার বাইকের মধ্যে এই বাইকটি একটি ভালো অপশন হতে পারে।
● Hero HF100: বাজেট সেগমেন্টের বাইক লঞ্চ করতে হিরো-র জুড়ি মেলা ভার। আর হিরো-র সব বাইকের মধ্যে Hero HF100 বাইকটি মধ্যবিত্তদের বেশ পছন্দের অপশন হতে পারে। এই বাইকের ডিজাইন কিংবা ফিচার বেশ আকর্ষণীয়। এই বাইকে একটি ১০০ সিসির শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে হয়েছে। মাইলেজের দিক থেকেও এই বাইকটি টেক্কা দেয় যেকোনো কোম্পানিকে। প্রতি লিটার পেট্রোলে নুন্যতম ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এই বাইক। এই বাইকের এক্স শোরুম দাম ৫৯ হাজার টাকার কাছাকাছি।