প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Air Conditioner: গ্রীষ্মে এসি কেনার আগে যাচাই করুন এই ৪ টি দিক, নাহলে দাম দিয়েও ঠকতে হবে

শেষ হতে চলল মার্চ মাস। বসন্তের এই সমাগমের মাঝেই গ্রীষ্মের অনুভূতি শুরু হয়েছে বাংলায়। যদিও মার্চের শুরু থেকেই শীত যেন উধাও হয়েছিল বাংলা থেকে। তবুও অকাল বৃষ্টি শীতের আমেজ কিছুটা…

Published By: Debaprasad Mukherjee | Published On:

শেষ হতে চলল মার্চ মাস। বসন্তের এই সমাগমের মাঝেই গ্রীষ্মের অনুভূতি শুরু হয়েছে বাংলায়। যদিও মার্চের শুরু থেকেই শীত যেন উধাও হয়েছিল বাংলা থেকে। তবুও অকাল বৃষ্টি শীতের আমেজ কিছুটা ধরে রেখেছিল দক্ষিণবঙ্গে। তাই বসন্তের শুরুতেও পারদ পতন অব্যহত ছিল বাংলায়। তবে সেই সুখ যে এবার এই বছরের জন্য শেষ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ইতিমধ্যে পারদের অঙ্কটা বাড়ছে জেলায় জেলায়। একইসঙ্গে সকাল-সন্ধ্যে শীতের আমেজও উধাও হচ্ছে একটু একটু করে।

এবার দিন দিন তাপমাত্রা বাড়ছে একটু একটু করে। আর দক্ষিণবঙ্গের গ্রীষ্ম মানেই প্রখর গ্রীষ্ম। আর বাড়ির মধ্যে এই গরম থেকে বাঁচতে অনেকেই এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করছেন। কারণ বাড়িতে এসি লাগানো থাকলে অন্তত বাড়ির ভেতরে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। তাই এসি কিনতে বাজারে যাচ্ছেন ক্রেতারা। তবে এসি কেনার আগে কয়েকটি বিষয়কে মনে রাখা উচিত। একনজরে দেখে নিন সেসব বিষয়গুলি।

● এসির কয়েল: এসি কেনার আগে সেটির কয়েল কোন ধাতুর তৈরি, তা বিচার ককরে দরকার। এক্ষেত্রে তামার কয়েল সমৃদ্ধ এসি বেশিদিন টেকসই হয়। তাই অন্যান্য ধাতুর তৈরি কয়েলের এসি এড়িয়ে চলা ভালো।

● BEE স্টার রেটিং: এসি কেনার আগে সবসময় তার BEE স্টার রেটিং দেখে নিন। এক্ষেত্রে ফাইভ-স্টার এসি সবথেকে ভালো। এসিতে স্টারের সংখ্যা যত বেশি হবে, তত সেটি বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। তাই দাম বেশি হলেও বেশি স্টার ওয়ালা এসি কেনার চেষ্টা করুন।

● এসির ধরণ: বাজারে দুই ধরণের এসি উপলব্ধ- উইন্ডো এসি এবং স্প্লিট এসি। এক্ষেত্রে উইন্ডো এসির দাম তুলনামূলক কম হলেও এটি শুধুমাত্র জানালাতেই লাগানো যায়। তাই বাড়িতে সঠিক স্থানে জানালা থাকাটাও জরুরি। স্প্লিট এসি যেকোনো স্থানে লাগানো যায়। পাশাপাশি এই ধরণের এসিতে অনবোর্ড স্লিপিং, টার্বো কুলিং-সহ অনেক ফিচার্স পাওয়া যায়। তাই দাম বেশি হলেও এই ধরণের এসি নেওয়া শ্রেয়।

● এয়ার ফিল্টার: এসি কেনার সময় সেই এসির মধ্যে ফিল্টার আছে কিনা তা যাচাই করে নিন। কারণ বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির কিছু এসিতে গন্ধের ফিল্টার এবং অ্যান্টি ব্যাকটিরিয়াল ফিল্টার দেওয়া হয়। এই ধরণের ফিল্টার সমৃদ্ধ এসি কিনলে বাড়তি সুবিধা পাওয়া যায়।