প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mobile: বিপদ বাড়বে Redmi, Realme-র! বাজারে ধামাকা করবে TCL-এর এই দুর্দান্ত মোবাইল

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন। একের পর এক জেনারেশন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলি নিজেদের নিত্যনতুন পরিকল্পনা চালু করেছে। সম্প্রতি কয়েকমাস আগেই সারাদেশে চালু হয়েছে 5G পরিষেবা। টেলিকম পরিষেবার পঞ্চম জেনারেশনে ইন্টারনেট হয়েছে আরো বেশি দ্রুতগতির। আর সেই দ্রুততার সঙ্গে টক্কর দিতে লেগে পড়েছে মানুষ।

এখন প্রায় সব মোবাইল নির্মাতা কোম্পানিগুলি 5G কানেক্টিভিটি যুক্ত মোবাইল লঞ্চ করার দিকে বেশি নজর রাখছে। তবে এবার ভারতীয় বাজারে তাদের প্রথম মোবাইল লঞ্চ করার খবর প্রকাশ করল বিখ্যাত ইলেকট্রনিক্স সংস্থা TCL। মোবাইলটি লঞ্চ হবে TCL-505 নামে। অত্যাধুনিক কিছু ফিচার্স সমৃদ্ধ এই মোবাইলের দাম নিয়ে এখনো কোনো খোলসা করেনি নির্মাতা কোম্পানি। তবে মোবাইলের স্পেসিফিকেশনের বিষয়ে প্রকাশ করা হয়েছে বিস্তারিত তথ্য। আর তাতেই দেখা গেছে যে ক্যামেরা থেকে ডিসপ্লে এমনকি প্রসসরের দিক থেকে এই মোবাইল অসাধারণ হতে চলেছে।

 

 

স্পেসিফিকেশনের কথা বললে এই মোবাইলে পাওয়া যাবে ৬.৭৫-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। তবে এই ডিসপ্লের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল এটি একটি ব্লু লাইট এক্সপোজার ডিসপ্লে যা আলোর প্রতিফলন কমাতে পারে। অর্থাৎ চোখের ক্ষেত্রে কম ক্ষতিকারক হবে এই ডিসপ্লে। এছাড়াও এই মোবাইলে স্মুথনেসের জন্য রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের সর্বাধিক ব্রাইটনেস ৪০০ নিট। এছাড়াও সুপারফাস্ট চলার জন্য মোবাইলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি-৩৬ প্রসেসর। এই মোবাইলে মিলবে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

এছাড়াও এই মোবাইলে কোয়াড ক্যামেরা সেটআপ মিলবে। মোবাইলের প্রাইমারি রিয়ার ক্যামেরা হিসেবে মিলবে ০.৭ মাইক্রোমিটার পিক্সেল সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শুটার লেন্স। এর সঙ্গে মিলবে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়াও ডিসপ্লের পঞ্চহোলে থাকা সেলফি ক্যামেরাটি দেওয়া হবে ৫ মেগাপিক্সেলের। এছাড়াও এই মোবাইলে থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার। পাশাপাশি, এই স্মার্টফোনে ৫,০১০ এমএএইচ-এর বড় ব্যাটারি থাকবে। যদিও এটি মাত্র ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। তবে মোবাইলের দাম নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।