দেশীয় বাজারে আজকাল বাইকের চাহিদা তুঙ্গে। বাইক হল আজকাল মানুষের জীবনের যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে ক্রেতা অনুযায়ী বাইকের মডেল ও চাহিদাও ভিন্ন হয় বাজারে। যেভাবে মধ্যবিত্ত মানুষজন পছন্দ করেন বাজেট সেগমেন্ট বা মিড-রেঞ্জ বাইক, তেমনই আবার অনেক উচ্চবিত্ত ভারতীয় শখ পূরণের জন্য প্রিমিয়াম বাইকও কিনে থাকেন। তাই এদেশে প্রিমিয়াম বাইকের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর।
আর ভারতের প্রিমিয়াম বাইকের তালিকায় Royal Enfield-এর চাহিদা বা জনপ্রিয়তা বেড়েছে এক দশকে। এই বাইককে টেক্কা দিতে পারেনি কোনো কোম্পানিই। পাহাড়ি রাস্তায় বাইক সফর থেকে শুরু করে রাস্তা কাঁপানো শব্দে শহরের জনবহুল এলাকায় যাওয়া, এইসব শখ পূরণ করতে Royal Enfield হল অনেকের প্রথম পছন্দ। কারণ এই বাইকে যেমন রয়েছে শক্তি, তেমনই আবার রয়েছে আভিজাত্য। তাই আজকাল রাস্তায় এই বাইক ছোটালে যে সবাই তার দিকে তাকায়, তা মোটামুটি বাস্তব।
তবে এই রয়্যাল এনফিল্ড বাইক কেনা মুখের কথা নয়। তার কারণ হল এই বাইকের দাম। চাহিদার সঙ্গে সঙ্গে শক্তিশালী এই বাইকের দামও বেড়েছে দিনের পর দিন। এখন রয়্যাল এনফিল্ড বুলেট বাইকের ৩৫০ সিসির ক্লাসিক মডেল কিনতে গেলেও পকেট থেকে খসে যায় ২ লক্ষের বেশি টাকা। এছাড়াও এই বাইকের অন্যান্য সব মডেলগুলির দাম আরো বেশি। তাই শখ থাকলে অনেকেই এই বাইকের দাম শুনে পিছিয়ে আসেন। তার কারণ হল সেভিংস থেকে একসাথে এতটা টাকা খরচ করতে অনেকেই অনিচ্ছুক থাকেন।
তবে এবার বাইক প্রেমীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ এবার থেকে রয়্যাল এনফিল্ড বাইক কিনতে ২ লক্ষ টাকা অবধি লোন দেবে এসবিআই। পাঁচ বছরের জন্য এই ২ লক্ষ টাকার লোন পাওয়া যাবে। তবে এক্ষেত্রে আপনাকে ১৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাইকটি কিনতে হবে। বাকি টাকা আপনি প্রতি মাসের কিস্তি হিসেবে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে প্রতি মাসে আপনার কিস্তির পরিমান পাঁচ হাজার টাকার কাছাকাছি হবে।