প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Electric Scooter: একবার চার্জ দিয়ে ঘুরে আসুন দীঘা থেকে, বাইকের সমান দামে অত্যাধুনিক ই-স্কুটার

ভারতীয় দু-চাকা গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু'চাকা থেকে চার'চাকা, সবেতেই…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতীয় দু-চাকা গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, হিরো, ইয়ামহা সহ বেশ কয়েকটি কোম্পানির। এইসব কোম্পানির ইলেক্টটিক গাড়ি বা স্কুটারের চাহিদা এখন বেশ ভালো। তাই এখন শহর থেকে মফঃস্বল- সব জায়গাতেই ইলেকট্রিক গাড়ির শোরুম খোলা হচ্ছে অনেক।

দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে একাধিক গাড়ি নির্মাতা কোম্পানি। তবে এই এই চলতি বাজারে সকলকে টক্কর দিয়ে একটি দুর্দান্ত ফিচার্সের গাড়ি লঞ্চ করেছে সিম্পল নামের একটি কোম্পানি। এই কোম্পানিটি কয়েকবছর আগেই অটোমোবাইল কোম্পানি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি ইলেকট্রিক স্কুটারের বাজারে দুর্দান্ত ফিচার্স সহ একটি বাইক লঞ্চ করল তারা। সিম্পল ওয়ান স্কুটারটি সাড়া ফেলেছে ক্রেতাদের মধ্যে। এখন একনজরে দেখে নিন এই গাড়ির বিস্তারিত তথ্য।

স্পোর্টি এবং মিনিম্যাল লুকে এই বাইক লঞ্চ করেছে নির্মাতা সংস্থা। লুকের দিকে নজর রেখে এই স্কুটারে রাখা হয়েছে দারুন সব লুকের বিকল্প। এছাড়াও এই স্কুটারে একটি শক্তিশালী ব্যাটারি ও ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারে আধুনিক BLDC প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই স্কুটারে মিলবে ৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা ১১.৪ হর্সপাওয়ার শক্তি এবং ৭২ এনএম পিক টর্ক উৎপন্ন করে। স্কুটারের ব্যাটারি ০ থেকে ৪০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৫ ঘন্টা ৫৪ মিনিট। একবার ফুল চার্জ ফেলে এই ইলেকট্রিক স্কুটারটি ২১২ কিলোমিটারের রেঞ্জ এবং প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটারের সর্বোচ্চ গতি দেয়।

এছাড়াও এই স্কুটারে মিলবে এলইডি হেড লাইট, এলইডি টেইল লাইট এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি, ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অনবোর্ড নেভিগেশন, মিউজিক কন্ট্রোল, ৩০ লিটার আন্ডার সিট বুট স্পেস। এই স্কুটারের রঙের ক্ষেত্রে বিকল্প মিলবে বেশ কয়েকটি। ব্রাজেন ব্ল্যাক, নাম্মা রেড, গ্রেস হোয়াইট এবং আজুর ব্লু- এই রংয়ে উপলব্ধ স্কুটারটি। এই স্কুটারের এক্স-শোরুম দাম ১.৪৫ লক্ষ টাকা থেকে ১.৫০ লক্ষ টাকা।