প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Google Chrome: বিপদ বাড়ছে ‘ক্রোম’ ব্যবহারকারীদের! সচেতন না হলেই চুরি যাবে গোপন তথ্য

গুগল আমাদের বর্তমান জীবনে অনেক সমস্যার সমাধান করে থাকে এক নিমেষে। সে কোনো কিছুর অর্থ জানা হোক কিংবা কখনো বিষয়ে অনুসন্ধান করা হোক কিংবা কোনো জায়গা খোঁজা হোক, গুগল সবকিছুর…

Published By: Debaprasad Mukherjee | Published On:

গুগল আমাদের বর্তমান জীবনে অনেক সমস্যার সমাধান করে থাকে এক নিমেষে। সে কোনো কিছুর অর্থ জানা হোক কিংবা কখনো বিষয়ে অনুসন্ধান করা হোক কিংবা কোনো জায়গা খোঁজা হোক, গুগল সবকিছুর সমাধানে হাজির হয় হাতের তালুতে। কারণ আজকাল মোবাইল থেকে সহজেই ওয়েব দুনিয়ায় পা রাখা যায়। আর ওয়েব দুনিয়ায় যাওয়ার সহজ উপায় হল গুগল। সেই কারণেই আজকাল লেজ খুঁজতেও গুগল করে থাকেন অনেকে। আর এই গুগল সার্চ করার জন্য আজকাল যে মাধ্যম সবথেকে বেশি ব্যবহৃত হয়, তা হল Google Chrome ব্রাউজার। আপনিও নিশ্চয়ই এই ব্রাউজার ব্যবহার করেন! তাহলে আপনার জন্য এই নিবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ।

মোবাইল হোক বা ল্যাপটপ কিংবা কম্পিউটার, সব যন্ত্রই আজকাল ইন্টারনেট ছাড়া অচল। আর সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর জন্য সার্ফিং করার অন্যতম মাধ্যম হল ব্রাউজার। আজকাল অন্যান্য ব্রাউজারের তুলনায় গুগল ক্রোম ব্রাউজার বেশি ব্যবহৃত হয়। তবে এই ব্রাউজারের ব্যবহারকারীদের এবার সতর্ক করলো ‘দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’। এই সংস্থা সাধারণত ইন্টারনেট সম্পর্কিত যেকোনো প্রতারণা বা অপরাধের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে থাকে। আর এই সংস্থা থেকেই এবার এল সাবধানবাণী।

‘দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ সম্প্রতি জানিয়েছে যে গুগল ক্রোম এপ্লিকেশনের বেশ কিছু ভার্সনে কিছু খামতি রয়ে গেছে। আর এই খামতিগুলিকে কাজে লাগিয়ে সাইবার প্রতারক বা হ্যাকাররা ইউজারদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে হানা দিচ্ছে। আর এর মাধ্যমে ব্যবহারকারীদের বড় কোনো ক্ষতি করে দিতে পারে তারা। তাই বিষয়টি নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার তরফে। কিন্তু কিভাবে বুঝবেন যে ক্রোমের কোন ভার্সন বিপজ্জনক। এই মর্মে এই সংস্থা জানিয়েছে যে গুগল ক্রোমের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ১১৪.০.৫৭৩৫.৩৫০ ভার্সনটি সবচেয়ে বেশি বিপজ্জনক।

কিন্তু এই সাইবার বিপদ থেকে কিভাবে বাঁচবেন? এটাই নিশ্চয়ই আপনিও ভাবছেন! টেনশন করবেন না। ‘দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ এই মর্মে একটি গাইডলাইন জারি করেছে। এই সংস্থার তরফে পরামর্শ দেওয়া হয়েছে যে সময়ত গুগল ক্রোমের ইউজাররা যাতে সত্তর তাদের ব্রাউজার এপ্লিকেশনটি আপডেট করে নেন। একইসঙ্গে যেকোনো লিঙ্ক-এ ক্লিক করে থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপকেও নিয়মিত আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।