প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

৫০ মেগাপিক্সলের ফ্রন্ট-ক্যামেরা দেওয়া হচ্ছে Samsung-এর এই মোবাইল, দাম কত পড়বে!

বর্তমান যুগ হল ডিজিটাল যুগ। এখনকার প্রজন্ম অনেক বেশি যন্ত্রনির্ভর। যদিও উন্নত হওয়ার জন্য এই যন্ত্র নির্ভরশীলতা ভীষণভাবে জরুরি একটি বিষয়। আর সেই কারণেই দিন দিন মোবাইলের ব্যবহার বাড়ছে আমাদের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমান যুগ হল ডিজিটাল যুগ। এখনকার প্রজন্ম অনেক বেশি যন্ত্রনির্ভর। যদিও উন্নত হওয়ার জন্য এই যন্ত্র নির্ভরশীলতা ভীষণভাবে জরুরি একটি বিষয়। আর সেই কারণেই দিন দিন মোবাইলের ব্যবহার বাড়ছে আমাদের জীবনে। মোবাইলের ব্যবহার গত এক দশকে যেন বেড়েছে কয়েকহাজার গুন। তাই সেইসঙ্গে মোবাইলের বিক্রিও যে বেড়েছে, তা আর আলাদা করে বলার প্রয়োজন হয়না। এখন প্রতিদিন হাজার হাজার মোবাইল বিক্রি হয়।

বাজারে এখন নানা কোম্পানির স্মার্টফোন উপলব্ধ রয়েছে। তবে বিভিন্ন দামের সেগমেন্ট অনুযায়ী এক একটি কোম্পানি সেরা। আজকাল অনলাইনে বেশি মোবাইল বিক্রি হয়। আর এবার অনলাইনে Samsung-এর একটি মোবাইল পাওয়া যাচ্ছে দুর্দান্ত দামে, যেখানে মিলবে 5G কানেকটিভিটি। আর এই মোবাইলটি হল Samsung M55 5G, যা এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। মনে করা হচ্ছে এটি বাজারে ধামাকা করবে। এখন একনজরে দেখে নিন এই মোবাইলের দাম ও ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য।

এই মোবাইলে থাকছে ৬.৭ ইঞ্চির এমোলেড প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই মোবাইলে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই মোবাইলে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৭-জেন-১ প্রসেসর যা এনড্রয়েড-১৪-এ চলে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে এবং একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই মোবাইলে থাকছে ওয়াইফাই-৬, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই মোবাইলে আইপি-৬৭ রেটিং রয়েছে। মিড-রেঞ্জ সেগমেন্টের এই মোবাইলটির ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে পাওয়া যাচ্ছে। বর্তমানে এই মোবাইল ব্রাজিলে লঞ্চ হয়েছে। সেখানের মুদ্রায় এর দাম রয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। ভারতেও এই দামেই মোবাইলটি লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।