একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।
এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এই প্রতিবেদনে Samsung-এর একটি বাজেট সেগমেন্টের মোবাইলকে আলোচনা হবে, যা ক্রেতাদের কাছে ধামাকা করতে চলেছে। কারণ এই মোবাইলে একইসঙ্গে 5G কানেক্টিভিটির সঙ্গে মিলবে নানা আকর্ষণীয় ফিচার্স।
কথা বলছি Samsung Galaxy M14 5G মোবাইলটিকে নিয়ে। এই মোবাইলে রয়েছে ৬.৬ ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই মোবাইল এন্ড্রোয়েড-১৩-এর সঙ্গে আসে। এই মোবাইলের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে। পাশাপাশি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেন্সর। এই মোবাইলে রয়েছে একটি ৬০০০ এমএএইচ-এর পাওয়ারফুল ব্যাটারি প্যাক, যা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট।
এবার এই মোবাইলটি এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে। তবে সেটি দোকান বা ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে হবে। এক্ষেত্রে Amazon.in সাইটে এই মোবাইলটির উপর একটি আকর্ষণীয় অফার রয়েছে। এই মোবাইলের ৪ জিবি+১২৮ জিবি মডেলটির দাম ১৭,৯৯৯ টাকা। তবে এই মোবাইল এখন আমাজন সাইট থেকে কিনতে পারবেন মাত্র ১১,৪৯০ টাকাতেই।