প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Royal Enfield: লঞ্চ হচ্ছে ৪৫০ সিসির পাওয়ারফুল বাইক, ভিন্টেজ লুকের সঙ্গে মিলবে আধুনিক ফিচার্স

দেশীয় বাজারে আজকাল বাইকের চাহিদা তুঙ্গে। বাইক হল আজকাল মানুষের জীবনের যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে ক্রেতা অনুযায়ী বাইকের মডেল ও চাহিদাও ভিন্ন হয় বাজারে। যেভাবে মধ্যবিত্ত মানুষজন পছন্দ করেন বাজেট…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দেশীয় বাজারে আজকাল বাইকের চাহিদা তুঙ্গে। বাইক হল আজকাল মানুষের জীবনের যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে ক্রেতা অনুযায়ী বাইকের মডেল ও চাহিদাও ভিন্ন হয় বাজারে। যেভাবে মধ্যবিত্ত মানুষজন পছন্দ করেন বাজেট সেগমেন্ট বা মিড-রেঞ্জ বাইক, তেমনই আবার অনেক উচ্চবিত্ত ভারতীয় শখ পূরণের জন্য প্রিমিয়াম বাইকও কিনে থাকেন। তাই এদেশে প্রিমিয়াম বাইকের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর।

আর ভারতের প্রিমিয়াম বাইকের তালিকায় Royal Enfield-এর চাহিদা বা জনপ্রিয়তা বেড়েছে এক দশকে। এই বাইককে টেক্কা দিতে পারেনি কোনো কোম্পানিই। পাহাড়ি রাস্তায় বাইক সফর থেকে শুরু করে রাস্তা কাঁপানো শব্দে শহরের জনবহুল এলাকায় যাওয়া, এইসব শখ পূরণ করতে Royal Enfield হল অনেকের প্রথম পছন্দ। আর দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি এই বাইক নির্মাতা কোম্পানি ৪৫০ সিসির বাইক নিয়ে এলো বাজারে। Royal Enfield Hunters 450। এই বাইকের ফিচার্স ও লুক দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে এই বাইকের।

Royal Enfield-এর এই নতুন ৪৫০ সিসির বাইকের লুকে তেমন কোনো পরিবর্তন আনেনি কোম্পানি। পুরানো রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মতোই অনেকটা দেখতে এই নতুন বাইক। লোগো রাখা হয়েছে আগের মতোই। এই বাইকে রয়েছে সিঙ্গল সিলিন্ডার লিকিউড-কুল্ড ইঞ্জিন, যা কিনা ৪০ বিএইচপি পাওয়ার উৎপন্ন করতে পারে। বাইকটি অ্যাসিস্ট ক্লাচের সঙ্গে ৬-স্পিড ট্রান্সমিশনের সাথে আসে। এই বাইকেও পুরনো আভিজাত্য বজায় রাখতে স্পোক হুইলই রেখে দিয়েছে কোম্পানি।

অতিরিক্ত ফিচার্স হিসেবে বাইকে দেওয়া হয়েছে অ্যান্টি লোক ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে ডুয়েল ডিক্স ব্রেক অপশন। এছাড়াও এই বাইকে মিলবে ক্লিনার-পেপার এলিমেন্ট, অ্যাসিস্ট ক্লাচ এবং সেমি-ডিজিটাল ট্রিপল নেভিগেশন সিস্টেমের মতো অত্যাধুনিক সুবিধা। ভারতে এই বাইক লঞ্চ হলে তার দাম কেমন হবে, তা নিয়ে জল্পনা চলছে।তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বাইকের এক্স শোরুম দাম রাখা হয়েছে ২.৬ লক্ষ টাকা।