প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Electric Bike: ভুলে যান স্কুটার, একবার চার্জ দিলেই ১৫০ কিমি ছুটবে এই ইলেকট্রিক বাইক

ভারতীয় দু-চাকা গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু'চাকা থেকে চার'চাকা, সবেতেই…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতীয় দু-চাকা গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, হিরো, ইয়ামহা সহ বেশ কয়েকটি কোম্পানির। এইসব কোম্পানির ইলেক্টটিক গাড়ি বা স্কুটারের চাহিদা এখন বেশ ভালো। তাই এখন শহর থেকে মফঃস্বল- সব জায়গাতেই ইলেকট্রিক গাড়ির শোরুম খোলা হচ্ছে অনেক।

দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে একাধিক গাড়ি নির্মাতা কোম্পানি। তবে এই এই চলতি বাজারে সকলকে টক্কর দিয়ে একটি দুর্দান্ত ফিচার্সের গাড়ি লঞ্চ করল Revolt। এই কোম্পানিটি সম্প্রতি একটি অটোমোবাইল কোম্পানি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি ইলেকট্রিক স্কুটারের বাজারে দুর্দান্ত ফিচার্স সহ একটি বাইক লঞ্চ করল তারা। Revolt RV-400 BRZ বাইকটি সাড়া ফেলেছে ক্রেতাদের মধ্যে। এখন একনজরে দেখে নিন এই গাড়ির বিস্তারিত তথ্য।

■ লুক ও ডিজাইন: স্পোর্টি এবং মিনিম্যাল লুকে এই বাইক লঞ্চ করেছে নির্মাতা সংস্থা। লুকের দিকে নজর রেখে এই স্কুটারে রাখা হয়েছে দারুন সব লুকের বিকল্প। এলইডি লাইটিং পাওয়া যাবে এই বাইকে। এছাড়াও এতে গ্লসি ফিনিশ সহ মিলবে ডুয়াল টোন কালার। এই বাইক পাওয়া যাবে চারটি রঙের বিকল্পে। ডার্ক লুনার গ্রিন, ডার্ক সিলভার, কসমিক ব্ল্যাক, রেবেল রেড এবং প্যাসিফিক ব্লু রংয়ে মিলবে এই বাইক।

■ ইঞ্জিন: এই বাইকে একটি শক্তিশালী ব্যাটারি ও ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৩.২৪ কিলোওয়াটআওয়ার ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে এই বাইকে। একবার ফুল চার্জে ১৫০ কিলোমিটার ছুটবে এই বাইক। বাইকের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় ৮৫ কিলোমিটার। এই বাইকের ব্যাটারি ৭৫ শতাংশ চার্জ হতে সময় লাগে ৩ ঘণ্টা এবং ফুল চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা।

■ ফিচার্স: এই বাইকে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার্স। যার মধ্যে গুরুত্বপূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই প্যানেলে দেখা যাবে বাইকের স্পিড, রাইডিং লেভেল, ব্যাটারি স্টেটাস, তাপমাত্রা। সুরক্ষার জন্য বাইকে রয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম এবং সাইড স্ট্যান্ড পাওয়ার কাট বাটন।

■ দাম: বর্তমানে ভারতের বাজারে এই গাড়িটি পাওয়া যাচ্ছে। এই বাইকের দাম বেশ নজরকাড়া। এক লাখের কম দামে এই স্কুটার মিলছে বাজারে। বর্তমানে এই ইলেকট্রিক স্কুটারের দাম ভারতীয় বাজারে রয়েছে ১,৩৮,০০০ টাকা।