প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mobile: ৭০ হাজারের iPhone-কেও টেক্কা দেবে Realme-র এই মোবাইল, দাম কত হবে!

আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। আবার উৎসবের মরশুম এলে তো নতুন মোবাইল কেনার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে এই প্রতিবেদনে আলোচনা করা হল এমন একটি মোবাইলকে নিয়ে, যার মধ্যে আইফোনের মতো ফিচার্স মিলবে। এখন জেনে নিন প্রিমিয়াম সেগমেন্টের এই মোবাইলটির বিষয়ে।

এই প্রতিবেদনে আমরা কথা বলবো রিয়েলমি কোম্পানির Realme 12 Pro 5G মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ সব প্রিমিয়াম সেগমেন্ট মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে থাকছে। সেই সঙ্গে গ্রাহকরা পাবেন ৩৯০ পিপিআই ডেন্সিটি এবং ১৮০০ নিটস ব্রাইটনেস। এই মোবাইলে রয়েছে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে এই মোবাইলে মিলবে স্ন‍্যাপড্রাগন সেভেন-এর জেন-২। এই মোবাইল চলবে এন্ড্রোয়েড-১৪-তে।

এছাড়াও এই মোবাইলে মিলবে ১০৮, ১৩ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এছাড়াও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে এই মোবাইলে। এছাড়াও ৮০০ ওয়াটের সুপারফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি। ফিচার্স হিসেবে এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিটিএস অডিও এবং স্টেরিও স্পিকার সেটআপ। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে মিলবে ডুয়াল সিম, ফাইভজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএসের মতো অপশন। ভারতের বাজারে এই মোবাইলের দাম হবে ২৪,৯৯৯ টাকা।