প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Prepaid Plans: ভোটের পরেই বাড়বে রিচার্জের দাম, আগেভাগে এই প্ল্যানগুলি রিচার্জ করলেই বাম্পার লাভ

এখন মোবাইল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। কারণ, মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। সেই কারণে মোবাইলকে সচল রাখাটাও জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল…

Published By: Debaprasad Mukherjee | Published On:

এখন মোবাইল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। কারণ, মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। সেই কারণে মোবাইলকে সচল রাখাটাও জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল রিচার্জের উপর। কারণ এখন প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা। তাই রিচার্জ ছাড়া যে মোবাইল একপ্রকার অকেজো একটি যন্ত্র, তা ফলাও করে বলাই যায়।

এদিকে সামনেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের পরেই প্রিপেইড কানেকশনের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতী এয়ারটেল। জানা গেছে, কোম্পানির গর আয় বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে প্রিপেইড রিচার্জের দাম বাড়বে ১৫ থেকে ২০ শতাংশ। একইসঙ্গে দাম বাড়াতে পারে জিও এবং ভোডাফোন-আইডিয়াও। তাই আগের থেকে এক বছরের প্ল্যান রিচার্জ করে নিলে বাড়তি টাকা গুনতে হবেনা। এখন একনজরে দেখে নিন এইসব টেলিকম সংস্থার কিছু এক বছরের প্ল্যান সম্পর্কে।

◆ Airtel Prepaid Plans: যাদের একটি বেশি ডেটা লাগে, তাদের ক্ষেত্রে এয়ারটেলের ৩,৩৫৯ টাকার প্ল্যানটি বেশ লাভজনক। কারণ এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটার সঙ্গে ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে এই প্ল্যানে মিলবে ডিজনি প্লাস হটস্টার এবং অ্যাপোলো ২৪/৭-এর সাবস্ক্রিপশন এবং ফ্রি হ্যালোটিউন। সঙ্গে এক বছরের সুবিধা। এছাড়াও ১,৭৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, মোট ২৪ জিবি ডেটা এবং ৩,৬০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে কোনও ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। শুধুমাত্র ৩ মাসের উইঙ্ক মিউজিক পাওয়া যাবে।

◆ Jio Prepaid Plans: আপনি জিও গ্রাহক হলে ৩,২২৭ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। ৩৬৫ দিনের ভ্যালিডিটি সম্পন্ন এই প্ল্যান রিচার্জ করলে মিলবে দৈনিক ২ জিবি ডেটা, ১০০ টি এসএমএস, আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড 5G ডেটা। এই রিচার্জের সঙ্গে জিও সিনেমা এবং অ্যামাজন প্রাইম ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও জিও-র এই প্ল্যানগুলি রিচার্জ করলে লাভবান হতে পারেন। এগুলি হল- ২,৯৯৯ টাকা, ৩,১৭৮ টাকা, ৩,২২৫ টাকা, ৩,২২৬ টাকা, ৩,৬৬২ টাকা।

◆ Vi Prepaid Plans: ১,৭৯৯ টাকার এই প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এছাড়াও, ভিআইয়ের ২,৮৯৯ টাকা, ৩,০৯৯ টাকা, ২,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানও রয়েছে, যা রিচার্জ করলে আপনি লাভবান হতে পারবেন।