আজকাল সকলের হাতেই মোবাইল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব কেনার টাকা দেওয়ার সময় থেকে মোবাইলের কেনাবেচা বেড়ে গেছে বাংলায়। এখন বাজারে অনেক কোম্পানির মোবাইল উপলব্ধ রয়েছে। তবে এখন বাজেট সেগমেন্টে ও মিড-রেঞ্জ মোবাইলের চাহিদা বাজারে তুঙ্গে। তার কারণ হল এইসব মোবাইলে উন্নতমানের ফিচার্সের সঙ্গে মেলে ঝকঝকে ক্যামেরা। একইসঙ্গে এইসব মোবাইলের দাম কম হওয়ার কারণে সকলের নাগালের মধ্যেই আসে এইসব মোবাইল।
বর্তমান বাজারে নামিদামি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে অন্যতম হল ওয়ানপ্লাস। শুরুর দিকে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করলেও বর্তমানে বাজেট সেগমেন্টের স্মার্টফোন তৈরির দিকেও ঝুঁকেছে চীনের এই মোবাইল নির্মাতা সংস্থা। আর যাদের এই কোম্পানির মোবাইল কেনার শখ রয়েছে, কিন্তু তাদের বাজেট সীমিত, তাদের জন্য রয়েছে এক সুখবর। কারণ এবার ১২ হাজার টাকার নীচে মিলবে এই কোম্পানির একটি মোবাইল। এই মোবাইলটি হল One Plus Nord N20 SE। এখন একনজরে জেনে নিন এই মোবাইলের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।
● ডিসপ্লে: এই মোবাইলে দেওয়া হয়েছে ১৬১২×৭২০ পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের সঙ্গে মিলবে ১২০ হার্জের রিফ্রেশ রেট, ২৬৯ পিপিআই এবং রিয়েল আরজিবি ফিচার।
● প্রসেসর: এই হ্যান্ডসেটটি আসে ২.৩ গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি-৩৫ প্রসেসর সহ। যার ফলে যেকোনো গেম বা মাল্টিটাস্কিং হবে খুবই স্মুথ এবং ল্যাগ-ফ্রি।
● ব্যাটারি: জানা গেছে এই মোবাইলে মিলবে ৫ হাজার মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি প্যাক, যা ৩৩ ওয়াটের চার্জিং স্পিড সাপোর্ট করবে। ফলে মোবাইলটি চার্জ হবে ঝড়ের গতিতে।
● ক্যামেরা: নতুন এই মোবাইলটিতে মিলবে এলইডি ফ্ল্যাশ সহ এফ/১.৮ অ্যাপারচারযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এফ/২.৪ অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন ২ মেগাপিক্সলের ডেপ্থ সেন্সর। এছাড়াও ডি মোবাইলে মিলবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা আছে।
● স্টোরেজ: মোবাইলটি ৪ জিবি এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এতে থাকবে সুপারফাস্ট স্টোরেজ।
● দাম: বর্তমানে এই মোবাইলের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রয়েছে ১১,৯০০ টাকায়। এটি আপনি কিনতে পারভিন আমাজন থেকে। এখান থেকে কিনলে সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট মিলবে।