প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ola: লিথিয়াম খনি কিনেই বাজিমাত করবে ওলা! ইলেকট্রিক স্কুটারের দাম কমবে হু-হু করে

ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু'চাকা থেকে চার'চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা’র। দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে ওলা। বর্তমানে ভারতীয় অটোমোবাইল বাজারে ওলার দুচাকা গাড়ির বিক্রি বেড়েই চলেছে। তার কারণ হল এই গাড়ির শক্তিশালী ইঞ্জিন এবং গাড়িতে থাকা উন্নতমানের সব ফিচার্স।

আর এবার ভারতে ব্যবসা বৃদ্ধি করতে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নির্মাতা সংস্থা ওলা। তারা এই পদক্ষেপ নিলে তাদের গাড়ি তৈরির খরচ অনেকটাই কমে যাবে। আর এমনটা হলে ওলার ইলেকট্রিক ভেহিকেলের দাম অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এবার লিথিয়াম খনির স্বত্ব কিনতে পারে ওলা। কিছুদিনের মধ্যেই ভারতে লিথিয়াম খনির নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আর এখানেই বাজিমাত করতে চায় ওলা। জানা গেছে, খনির স্বত্ব কিনতে কোম্পানিটি বেশ উদ্যোগী হয়েছে।

জানা গেছে, আগামী কয়েকমাসের মধ্যে ভারত সরকার দেশের ৮ টি রাজ্যের মোট ২০ টি খনিজ পদার্থের খনির নিলাম আয়োজন করবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল লিথিয়াম। এই খনির স্বত্ব নেওয়ার লক্ষ্য রেখেছে ওলা। এই মর্মে কোম্পানির এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “ওলার পক্ষ থেকে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি খনি থেকে লিথিয়াম সহ আরও একাধিক খনিজ পদার্থ উত্তোলন এবং জমি অধিগ্রহণ নিয়ে খোঁজ খবর করছে। ওলার প্রতিনিধিরা নিলাম সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণও করেছেন। তবে, কোম্পানিটির পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এই বিষয়টি লিথিয়ামের আন্তর্জাতিক দাম এবং খনির কার্যকারিতার উপর নির্ভর করবে।”

কিন্তু এই লিথিয়াম নিয়ে ওলা এত ভাবছে কেন? এত নিশ্চয়ই আপনিও ভাবছেন? তাহলে আপনার জেনে রাখা দরকার যে রিচার্জেবল ব্যাটারির ক্ষেত্রে লিথিয়াম হল একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আর ওলা যেহেতু মূলত ব্যাটারিচালিত গাড়ি নির্মাণ করে, তাই সেইসব গাড়ির ব্যাটারিও তাদের তৈরি করতে হয়। এদিকে বিশ্ব বাজারে লিথিয়াম ধাতুর দাম অনেকটাই বেশি। কাজেই গাড়ির ব্যাটারি বানাতে বেশি টাকা খরচ করতে হচ্ছে ওলাকে। কিন্তু এই খনির স্বত্ব পাওয়া গেলে সেই খরচ অনেকটাই বাগে আসবে। এর ফলে ওলা যেমন লাভবান হবে, তেমনই গাড়ির দাম কমলে উপকৃত হবেন ক্রেতারাও।