ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা’র। দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে ওলা। আর এই চলতি বাজারে আরো একটি দুর্দান্ত ফিচার্সের স্কুটার লঞ্চ করল ওলা।
এই মুহূর্তে বাজারে ওলা-র সবথেকে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারের মধ্যে অন্যতম হল ওলা-র বেশি কয়েকটি মডেল। এর মধ্যে Ola S1X মডেলটি ব্যাপকভাবে বিক্রি হয়েছে বাজারে। তবে এতদিন অবধি এই স্কুটারগুলো 2kWh ও 3 kWh ব্যাটারির সঙ্গে আসে। এক্ষেত্রে স্কুটারের রেঞ্জ কিছুটা কম হয়। তবে র্বার সেই সমস্যাকে মিটিয়ে 4kWh ব্যাটারি সমৃদ্ধ একটি স্কুটার লঞ্চ করছে ওলা। ফেব্রুয়ারির শুরুতেই এই ঘোষণা করেছে কোম্পানি। একই স্কুটার ভালো রেঞ্জ থেকে শুরু করে দুর্দান্ত সব ফিচার্স, সঙ্গে দামও আকর্ষণীয়। আসুন একনজরে দেখে নিন এই গাড়ির বিস্তারিত।
■ ইঞ্জিন: ব্যাটারির দিক থেকে বিচার করলে স্কুটারটির 4KWh ব্যাটারির সঙ্গে বাজারে আসছে। স্কুটারটিতে একটি 2.7 kW বা 6 kW মোটর থাকবে যা মাত্র ৩.৩ সেকেন্ডে ০ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বৃদ্ধি করতে সক্ষম। এছাড়াও এই স্কুটারে ১৯০ কিলোমিটারের ডায়নামিক রেঞ্জ মিলবে।
■ ফিচার্স: এই স্কুটার অত্যাধুনিক কিছু ফিচার্স মিলবে বলে দাবি করেছে নির্মাতা সংস্থা। কোম্পানির দাবি, এই স্কুটার মিলবে ৪.৩ ইঞ্চির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফিজিকাল কি, টুইন টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ড্রাম ব্রেক। এছাড়াও স্কুটারটিতে তিনটি ড্রাইভিং মোডের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে এই ভ্যারিয়েন্টগুলি হতে চলেছে ইকো, স্পোর্টস এবং স্ট্যান্ডার্ড। এছাড়াও একই স্কুটারে সাইড স্ট্যান্ড অ্যালার্ট এবং ক্রুজ কন্ট্রোলের মতো অত্যাধুনিক সুবিধাও মিলবে বলে জানা গেছে,। এর পাশাপাশি, এই স্কুটারটিতে নেভিগেশন, ব্লুটুথ, মিউজিক এবং হাইপার মোড ফিচার্স উপলব্ধ থাকবে।
■ দাম: Ola S1x মডেলটির 2 kWh –এর ব্যাটারি নিলে তার দাম রয়েছে ৭৯,৯৯৯ টাকা। 3kWh ব্যাটারির দাম পড়বে ৮৯,৯৯৯ টাকা। তবে এই স্কুটারের 4kWh ব্যাটারির এই স্কুটারের দাম কিছুটা বেশি হবে বলে জানা গেছে। কোম্পানির দাবি, এই স্কুটারের দাম শুরু হবে ১,০৯,৯৯৯ টাকা থেকে।