ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা’র। দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে ওলা। আর এই চলতি বাজারে আরো একাধিক দুর্দান্ত ফিচার্সের গাড়ি লঞ্চ করেছে নির্মাতা সংস্থা ওলা।
এই মুহূর্তে বাজারে ওলা-র সবথেকে সস্তার মডেল হল Ola S1 এবং Ola S1 Air। একই মডেলের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। রয়েছে ভালো মাইলেজ থেকে শুরু করে দুর্দান্ত সব ফিচার্স, সঙ্গে দামও আকর্ষণীয়। এছাড়াও রয়েছে Ola S1X মডেলটি। এটি একটু দামি মডেল। ব্যাটারির দিক থেকে বিচার করলে এই সমস্ত স্কুটারগুলি এখন তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ- 2KWh, 3KWh এবং 4KWh। পাশাপাশি জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা এই মডেলগুলির ড্রাইভিং রেঞ্জ ৮৫ কিলোমিটার থেকে শুরু হয়ে ১৬৫ কিলোমিটার পর্যন্ত। এছাড়াও ব্লুটুথ কানেকটিভিটি, জিপিএস সিস্টেম সহ একাধিক আধুনিক ফিচার্স এই মডেলগুলিতে রয়েছে।
তবে এবার এই ওলার ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত ছাড় দিচ্ছে কোম্পানি। শুক্রবার ওলার তরফে এই ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে আগামী কয়েকমাসে ব্যাপকভাবে বিক্রি বাড়াতে চলেছে ওলা। আর সেই কারণেই এবার তাদের ইলেকট্রিক স্কুটারের দাম প্রতি স্কুটারে ২৫ হাজার টাকা করে কমাতে চলেছে। আর এই মর্মে আগামী তিন মাসের মধ্যে তিন শহরে ১০ হাজার ইলেকট্রিক স্কুটার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী, Ola S1 X+ মডেলটির দাম কমানো হয়েছে। যে স্কুটারের দাম আগে ছিল ১,০৯,০০০ টাকা, তা কমিয়ে হয়েবহে ৮৪,৯৯৯ টাকা। তবে শুধুমাত্র এই মডেলটি নয়, আরো দুটি মডেলের দাম কমানো হয়েছে এই একইসঙ্গে। কোম্পানির Ola S1 Air মডেলটি, জাতির দাম ছিল ১,১৯,০০০ টাকা, তা এবার কমে হচ্ছে ১,০৫,০০০ টাকা। এছাড়াও, Ola S1 Pro স্কুটারের মডেলটির দাম ছিল ১,৪৮,০০০ টাকা। তা এবার কমে হচ্ছে ১,৩০,০০০ টাকা।