প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Nokia Mobiles: বন্ধ হচ্ছে নোকিয়া! হুবুহু এক ফিচার্সের মোবাইল বাজারে আনবে HMD

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন। একের পর এক জেনারেশন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলি নিজেদের নিত্যনতুন পরিকল্পনা চালু করেছে। সম্প্রতি কয়েকমাস আগেই সারাদেশে চালু হয়েছে 5G পরিষেবা। টেলিকম পরিষেবার পঞ্চম জেনারেশনে ইন্টারনেট হয়েছে আরো বেশি দ্রুতগতির। আর সেই দ্রুততার সঙ্গে টক্কর দিতে লেগে পড়েছে মানুষ।

এখন প্রায় সব মোবাইল নির্মাতা কোম্পানিগুলি 5G কানেক্টিভিটি যুক্ত মোবাইল লঞ্চ করার দিকে বেশি নজর রাখছে। প্রথম প্রজন্মের মোবাইলের ক্ষেত্রে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল নোকিয়া কোম্পানিটি। তবে 4G-র সময়কাল থেকেই বাজারে জনপ্রিয়তা হারায় এই কোম্পানি। আর সেই থেকেই যেন হারিয়ে গেছে সেই নস্টালজিক নোকিয়া। তবে এবার ক্রেতাদের চমকে দিতে দারুন একটি 5G মোবাইল লঞ্চ করছে এই নির্মাতা সংস্থা। তবে এই বিষয়ে একটি চমক রেখেছে নির্মাতা সংস্থা। সেই চমক সম্পর্কে এবার জেনে নিন।

প্রথম প্রজন্মের মোবাইলের ক্ষেত্রে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল নোকিয়া কোম্পানিটি। তবে 4G-র সময়কাল থেকেই বাজারে জনপ্রিয়তা হারায় এই কোম্পানি। তবে বিগত সময়ে নোকিয়ার একাধিক মোবাইল লঞ্চ হয়েছে। এককথায় বাজারে কামব্যাক করেছে নোকিয়া। তবে এই নোকিয়ার মোবাইল তৈরি করে এইচএমডি নামের একটি সংস্থা। নোকিয়া ব্র্যান্ড নাম দিয়ে মোবাইল লঞ্চ করা হয়। তবে সূত্রের খবর, এবার এইচএমডি কোম্পানি নিজস্ব নামে একটি মোবাইল লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে।

জানা গেছে, N159V ফোনটির বডি তৈরি হবে প্লাস্টিক দিয়ে। পিছনের প্যানেলটিও তৈরি হবে প্লাস্টিক দিয়ে। মোবাইলের পাওয়ার এবং ভলিউম বোতামগুলি হ্যান্ডসেটের ডানদিকে থাকবে। এই মোবাইলে থাকবে একটি ফ্ল্যাট ডিসপ্লে। এছাড়াও, এই মোবাইলের সেলফি ক্যামেরা থাকবে ডিসপ্লের মাঝে থাকা একটি পাঞ্চহোল কাটের মধ্যেই। জানা গেছে, এই মোবাইলের ব্যাক প্যানেলে এইচএমডি কোম্পানির ব্র্যান্ডিং থাকবে। তবে এই মোবাইলের বাকি তথ্য এবং দামের বিষয়ে কোম্পানির তরফে এখনো কিছু ঘোষণা করা হয়নি।