প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

E-Scooter: মাত্র ৯৯৯ টাকায় কিনুন এই ইলেকট্রিক স্কুটার, কিভাবে কিনবেন! জানুন পদ্ধতি

আজকাল পুরুষ হোক বা মহিলা, সকলের জন্য পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে ভারতীয় বাজারে দু-চাকা গাড়ির চাহদা বাড়ছে। আর এই টু-হুইলারের বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল পুরুষ হোক বা মহিলা, সকলের জন্য পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে ভারতীয় বাজারে দু-চাকা গাড়ির চাহদা বাড়ছে। আর এই টু-হুইলারের বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, হিরো, ইয়ামহা সহ বেশ কয়েকটি কোম্পানির। দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে এই নির্মাতা কোম্পানিগুলি।

দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে একাধিক গাড়ি নির্মাতা কোম্পানি। তবে এই এই চলতি বাজারে সকলকে টক্কর দিয়ে আরো একটি দুর্দান্ত ফিচার্সের গাড়ি লঞ্চ করল মোটো ভোল্ট। এই কোম্পানিটি সম্প্রতি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। আর সম্প্রতি দুর্দান্ত ফিচার্স সহ একটি স্কুটার লঞ্চ করল তারা। মোটোভোল্ট এম-৭ স্কুটারটি সাড়া ফেলেছে ক্রেতাদের মধ্যে। মডার্ন ফিউচারিস্টিক লুকে এই স্কুটার লঞ্চ করেছে নির্মাতা সংস্থা।

এই স্কুটারের বডি বেশ শক্তিশালী। এই স্কুটারে দেওয়া হয়েছে ডবল ক্রেডল হেভি-ডিউটি মাইল্ড স্টিল ফ্রেম। সেই কারণেই মজবুত এই স্কুটার ১৮০ কেজি ভার বহন করতে সক্ষম। বর্তমানে যেসব কালার অপশনে স্কুটারটি মিলছে, সেগুলি হল লাইটনিং গ্রে, গ্যালাক্সি রেড, ব্লু জে, ডোভ হোয়াইট, ক্যানারি ইয়োলো এবং পুমা ব্ল্যাক। এছাড়াও এই স্কুটারে একটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৩ kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। এছাড়াও ১৬৬ কিলোমিটারের দুর্দান্ত রেঞ্জ এটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে।

এই স্কুটারে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার্স। যার মধ্যে গুরুত্বপূর্ণ LED হেডল্যাম্প, একটি ডিটাচেবল ব্যাটারি, LED উইঙ্কার্স সমেত অনন্য ব্যাকলাইট ডিজাইন। এছাড়াও এতে থাকছে USB পোর্ট এবং মোবাইল অ্যাপ কানেক্টিভিটি। এইসব ফিচার্স গাড়িটিতে অত্যাধুনিক মান প্রদান করে। বর্তমানে ভারতের বাজারে এই গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে ১,২২,০০০ টাকা। তবে এখন মাত্র ৯৯৯ টাকা দিয়ে এটি বুক করা যাবে। তবে গাড়ি হাতে পেতে বেশ কয়েকদিন সময় লাগবে।