প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Bend Mobile: ভাঁজ করা যাবে মোবাইলের ডিসপ্লে, সিনেমার মতো মোবাইল বাজারে আনছে মটোরোলা

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন। একের পর এক জেনারেশন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলি নিজেদের নিত্যনতুন পরিকল্পনা চালু করেছে। সম্প্রতি কয়েকমাস আগেই সারাদেশে চালু হয়েছে 5G পরিষেবা। টেলিকম পরিষেবার পঞ্চম জেনারেশনে ইন্টারনেট হয়েছে আরো বেশি দ্রুতগতির। আর সেই দ্রুততার সঙ্গে টক্কর দিতে লেগে পড়েছে মানুষ।

এখন প্রায় সব মোবাইল নির্মাতা কোম্পানিগুলি 5G কানেক্টিভিটি যুক্ত মোবাইল লঞ্চ করার দিকে বেশি নজর রাখছে। কারণ দিন দিন যেভাবে এই পঞ্চম জেনারেশনের ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়ছে, তাতে করে এখন বাজারে এই ধরণের উন্নতমানের মোবাইলের চাহিদা বাড়ছে। একইসঙ্গে এখন প্রিমিয়াম মোবাইলে নানা অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসার করা চিন্তাভাবনা করছে নির্মাতা কোম্পানিগুলি। আর এবার বাজারে এমনই এক নেক্সট-জেনারেশন মোবাইল লঞ্চ করে ধামাকা করতে চলেছে Motorola। কি মিলবে এই মোবাইলে? জেনে নিন।

এখন বাজারে ফ্লিপ মোবাইল সবথেকে বেশি উন্নতমানের বলা গণ্য করা হয়। কারণ এই মোবাইলের ডিসপ্লে উল্টে-পাল্টে দেওয়া যায়। তিবে এই মোবাইলকে পিছনে ফেলবে Motorola-র বেন্ড মোবাইল সিরিজ। কারণ এই মোবাইলের ডিসপ্লেটিকে ইচ্ছেমতো বাঁকানো যাবে। সেই কারণেই এই মোবাইলটিকে চাইলে আপনি স্মার্টওয়াচ হিসেবেও ব্যবহার করতে পারবেন। সম্প্রতি, নির্মাতা কোম্পানির তরফে এমনই একটি মোবাইলের ছবি প্রকাশ করে দেওয়া হয়েছে। যদিও মোবাইলটি এখনো বাজারে আসেনি।

কিন্তু এর কি কি স্পেসিফিকেশন মিলবে এই মোবাইলে? এই বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য সামনে আসেনি। তবে কোম্পানি জানিয়েছে যে এই মোবাইলে ব্যবহার করা হবে স্পেস শিফ্টিং প্রযুক্তির ৬.৯-ইঞ্চি ফুলএইচডি প্লাস পি-ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ইচ্ছেমতো বাঁকানো বা ভাঁজ করা যাবে। এমন মোবাইল আজ অবধি বাজারে আসেনি। তাই এই মোবাইলটি যে প্রিমিয়াম সেগমেন্টে ধামাকা করবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এই মোবাইলের দাম সম্পর্কে এখনো কোনো আইডিয়া পাওয়া যায়নি।