আজকাল মোবাইল বলতে স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। কারণ এখন মোবাইল মানুষের জীবনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে মোবাইল যেমন প্রয়োজন, কারো কাছে তেমন মোবাইল হল বিনোদনের অন্যতম খোরাক।
এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। কিন্তু বেশি টাকা না খরচ করে অনেকেই একটু উন্নতমানের ফিচার্সের জন্য মিড-রেঞ্জ মোবাইলের দিকে হাত বাড়িয়ে থাকেন। এই সেগমেন্ট দখলের লড়াইয়ে যেমন রয়েছে রেডমি, পোকো, তেমনই রয়েছে স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এই প্রতিবেদনে আলোচনা করা হল এমনই একটি মিড-রেঞ্জ মোবাইলকে নিয়ে।
এই প্রতিবেদনে আমরা কথা বলবো টেকনো কোম্পানির Motorola কোম্পানির G সিরিজের Motorola G84 5G মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ বাজেট সেগমেন্টের 5G মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে মিলবে ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশনের ফুল এইচডি প্লাস পো-লেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই মোবাইলে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স সহ ডুয়াল রিয়ার রিয়ার ক্যামেরা সেটআপ।
বর্তমান বাজারে এই মোবাইলের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি রয়েছে ২২,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্টে এই মোবাইল পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্টে। ফ্লিপকার্ট থেকে কিনলে এখন এই মোবাইলটি কিনতে আপনাকে গুনতে হবে মাত্র ১৭,৯৯৯ টাকা। তবর এখানেই শেষ নয়, এই মোবাইল কিনতে নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় মিলবে। এছাড়াও এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ৭৫০ টাকার ছাড় মিলবে। সব মিলিয়ে মোবাইলটি এখন আপনি কিনতে পারবেন মাত্র ১৭,৪০০ টাকায়।