আজকাল মোবাইল বলতে স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। কারণ এখন মোবাইল মানুষের জীবনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে মোবাইল যেমন প্রয়োজন, কারো কাছে তেমন মোবাইল হল বিনোদনের অন্যতম খোরাক।
এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। তবে অনেকেই একটু বেশি টাকা খরচ করে একটু উন্নতমানের ফিচার্সের জন্য প্রিমিয়াম মোবাইলের দিকে হাত বাড়িয়ে থাকেন। এই সেগমেন্ট দখলের লড়াইয়ে যেমন রয়েছে রেডমি, পোকো, তেমনই রয়েছে স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এই প্রতিবেদনে আলোচনা করা হল আসন্ন একটি প্রিমিয়াম মোবাইলকে নিয়ে।
এই প্রতিবেদনে আমরা কথা বলবো Motorola কোম্পানির Edge সিরিজের Motorola Edge 50 Pro 5G মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ নয়। তবে শীঘ্রই এটি বাজারে আসতে চলেছে বলে মনে করছেন অনেক টেক বিশেষজ্ঞ। তার কারণ হল কোম্পানির লঞ্চ করা একটি ভিডিও। সম্প্রতি এই ভিডিও তোলপাড় করেছে নেট দুনিয়ায়। এই ভিডিওতে দেখা গেছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর সহ একটি মোবাইলকে। তবে এই মোবাইলের নাম নেই ভিডিওতে। তবে প্রসেসর দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি Motorola Edge 50 Pro 5G মোবাইলটিকে শীঘ্রই বাজারে আনবে। কারণ এই প্রসেসরের কম ভার্সনটি Motorola Edge 40 Pro মোবাইলে ব্যবহার করা হয়েছিল।
এই মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে এখনো কোনো ঘোষণা করেনি নির্মাতা সংস্থা। তবে অনেকেই ইতিমধ্যে এই মোবাইলের সম্ভাব্য স্পেসিফিকেশনের একটি তালিকা তৈরি করেছেন। সেই মোতাবেক এই মোবাইলে মিলবে একটি ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে, যা ১৬৫ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই মোবাইলে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৭-জেন-৩, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স সহ টেলিফটো লেন্স মিলবে এই মোবাইলে। ১২৫ ওয়াট কেবল চার্জিং ও ৫০ ওয়াট ওয়ারলেস চার্জিংয়ের সাপোর্ট সহ এই মোবাইলে মিলবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তবে এই মোবাইলের দাম সম্পর্কে এখনো কোনো তথ্য হাতে আসেনি।