দিন দিন আমাদের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ডিজিটাইজেশনের অগ্রগতি। মানুষ দিন দিন মোবাইল ও ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ছে। আসক্ত বললে ভুল হবে, মানুষের অভ্যাসে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন। একের পর এক জেনারেশন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলি নিজেদের নিত্যনতুন পরিকল্পনা চালু করেছে। সম্প্রতি কয়েকমাস আগেই সারাদেশে চালু হয়েছে 5G পরিষেবা। টেলিকম পরিষেবার পঞ্চম জেনারেশনে ইন্টারনেট হয়েছে আরো বেশি দ্রুতগতির। আর সেই দ্রুততার সঙ্গে টক্কর দিতে লেগে পড়েছে মানুষ।
এখন প্রায় সব মোবাইল নির্মাতা কোম্পানিগুলি 5G কানেক্টিভিটি যুক্ত মোবাইল লঞ্চ করার দিকে বেশি নজর রাখছে। কারণ দিন দিন যেভাবে এই পঞ্চম জেনারেশনের ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়ছে, তাতে করে এখন বাজারে এই ধরণের উন্নতমানের মোবাইলের চাহিদা বাড়ছে। একইসঙ্গে এখন প্রিমিয়াম মোবাইলে নানা অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসার করা চিন্তাভাবনা করছে নির্মাতা কোম্পানিগুলি। আর এবার বাজারে এমনই এক নেক্সট-জেনারেশন মোবাইল লঞ্চ করে ধামাকা করতে চলেছে Motorola। কি মিলবে এই মোবাইলে? জেনে নিন।
আগামী সময়ে গ্লোবাল বাজারের প্রিমিয়াম সেগমেন্টের দুর্দান্ত মোবাইল হিসেবে লঞ্চ করতে চলেছে Motorola Edge 50 Pro। এই মোবাইলের অফিসিয়াল ঘোষণা না করা হলেও মোবাইলের কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে নেট দুনিয়ায় সেই মোতাবেক এই মোবাইলে সুফরফাস্ট পারফরম্যান্সের জন্য থাকবে স্ন্যাপড্রাগন-৮-জেন-৩ প্রসেসর। এছাড়াও এই 5G মোবাইলে মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি টেলিফটো লেন্স এবং উন্নতমানের ওয়াইড এঙ্গেল লেন্স। পাশাপাশি, এই মোবাইলে পাওয়া যাবে ১২ জিবি র্যাম সাপোর্ট। এছাড়াও এই মোবাইলে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ১২৫ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফিচার্স ছাড়াও এই ফ্ল্যাগশিপ মোবাইলের লুকের দিকেও বিশেষ নজর দিয়েছে নির্মাতা সংস্থা। এই মোবাইলে যেমন মিলবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির কার্ভড ডিসপ্লে, তেমনই এই মোবাইলের পিছনে ফেক লেদার ফিনিশ পাওয়া যেতে পারে। মোবাইলটি লঞ্চ হতে পারে পার্পল, ব্ল্যাক এবং সিলভার বা হোয়াইট বা স্টোন ভ্যারিয়েন্ট অপশনে, যার মধ্যে পার্পল ও ব্ল্যাক মডেলে লেদার ফিনিশ পাওয়া যেতে পারে। এছাড়াও এই মোবাইলের পিছনে ইউনিবডি ডিজাইন থাকবে এবং প্রান্তে মেটালিক কার্ভড ফিনিশ দেখা যাবে। সব মিলিয়ে একটি দুর্দান্ত মোবাইল হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে এই হ্যান্ডসেট। তবে এর দাম সম্পর্কে এখনো কোনো তথ্য সামনে আসেনি।