প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

5G Mobile: সবথেকে সেরা প্রসেসরযুক্ত মোবাইল লঞ্চ করছে Motorola, দাম রাখা হচ্ছে বাজেটের মধ্যেই!

আজকাল মোবাইল বলতে স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল মোবাইল বলতে স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। কারণ এখন মোবাইল মানুষের জীবনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে মোবাইল যেমন প্রয়োজন, কারো কাছে তেমন মোবাইল হল বিনোদনের অন্যতম খোরাক।

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। তবে অনেকেই একটু বেশি টাকা খরচ করে একটু উন্নতমানের ফিচার্সের জন্য প্রিমিয়াম মোবাইলের দিকে হাত বাড়িয়ে থাকেন। এই সেগমেন্ট দখলের লড়াইয়ে যেমন রয়েছে রেডমি, পোকো, তেমনই রয়েছে স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এই প্রতিবেদনে আলোচনা করা হল আসন্ন একটি প্রিমিয়াম মোবাইলকে নিয়ে।

এই প্রতিবেদনে আমরা কথা বলবো Motorola কোম্পানির Edge সিরিজের Motorola Edge 50 Fusion 5G মোবাইলটি নিয়ে। এই মোবাইলে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চির পি-ওলেড ডিসপ্লে এবং গরিলা গ্লাস-৫-এর সুরক্ষা। পারফরম্যান্সের জন্য মোবাইলে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৬ জেন-১ প্রসেসর। এই মোবাইলে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইলে মিলবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও ফটোগ্রাফির জন্য এই মোবাইলে মিলবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই প্রমিয়াম মোবাইলটি ব্যালাড ব্লু, পিকক পিঙ্ক এবং টাইডাল টিল- এই তিনটি রংয়ের বিকল্পে উপলব্ধ হবে। তবর মোবাইলটির দাম সম্পর্কে কোনো তথ্য হাতে আসেনি। মনে করা হচ্ছে, এটির দাম হবে ২৫ হাজার টাকার মধ্যে।