আজকাল মোবাইল বলতে স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। কারণ এখন মোবাইল মানুষের জীবনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে মোবাইল যেমন প্রয়োজন, কারো কাছে তেমন মোবাইল হল বিনোদনের অন্যতম খোরাক।
এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। কিন্তু অনেকেই একটু উন্নতমানের ফিচার্সের জন্য প্রিমিয়াম মোবাইলের দিকে হাত বাড়িয়ে থাকেন। এই সেগমেন্ট দখলের লড়াইয়ে যেমন রয়েছে রেডমি, পোকো, তেমনই রয়েছে স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এই প্রতিবেদনে আলোচনা করা হল এমনই একটি প্রিমিয়াম মোবাইলকে নিয়ে।
এই প্রতিবেদনে আমরা কথা বলবো টেকনো কোম্পানির Motorola কোম্পানির Edge সিরিজের Motorola Edge 30 মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ সব প্রিমিয়াম সেগমেন্ট মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে মিলবে ২৪০০× ১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পো লেড ডিসপ্লে, যা এইচডিআর-১০ প্লাস এবং ১৪৪ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই মোবাইলের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। সুরক্ষার জন্য এই মোবাইলে মিলবে গরিলা গ্লাস-৩। এছাড়াও, পারফরম্যান্সের এই মোবাইলে মিলবে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস ৫জি প্রসেসর। এই মোবাইলে মিলবে ৪০২০ এমএএইচ ব্যাটারি, যা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
তবে এই এই মোবাইলের ক্যামেরা বেশ নজরকাড়া। ট্রিপল ক্যামেরা সেটআপের এই মোবাইলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়াও, সেলফি তোলার জন্য এই মোবাইলে মিলবে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। বর্তমানে ফ্লিপকার্ট-এ এই মোবাইলের দাম রয়েছে ২৭,৭৪০ টাকা। তবে এখন ১,৫০০ টাকার ছাড় ক এক্সচেঞ্জ বোনাস সহ এই মোবাইল আপনি কিনতে পারবেন মাত্র ২১,০০০ টাকায়।