প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

USB Fan: এই গ্রীষ্মে পকেটে রাখুন মিনি ইউএসবি ফ্যান, মাত্র ১০০ টাকায় কিনুন একজোড়া পাখা

রাজ্যজুড়ে শুরু হয়েছে গ্রীষ্মের দাপট। এপ্রিল শুরু হতে না হতেই শুরু হয়েছে তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরেই তীব্র গরমে পুড়েছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন ধরে।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

রাজ্যজুড়ে শুরু হয়েছে গ্রীষ্মের দাপট। এপ্রিল শুরু হতে না হতেই শুরু হয়েছে তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরেই তীব্র গরমে পুড়েছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন ধরে। ইতিমধ্যে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে এপ্রিল মাসের শুরুতেই। তাপমাত্রা পেরিয়েছে চল্লিশ ডিগ্রির গন্ডি। এর মাঝে কলকাতায় তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই। পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহের রেশ কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজায় থাকতে চলেছে। আর এবছর গ্রীষ্মের প্রভাব বেশিদিন থাকবে বলে জানা গেছে।

আর বাড়ির বাইরে গ্রীষ্মের প্রভাব রুখতে যেমন দরকার পড়ে ছাতা, টুপি ও সানগ্লাসের তেমনই ঘরেড ভেতরে এই গরমকে মোকাবিলা করার জন্য মধ্যবিত্ত থেকে শুরু করে কমবেশি সকলের ভরসা বৈদ্যুতিক ফ্যান। সিলিং ফ্যান হোক বা টেবিল ফ্যান, এসবের ব্যবহার মোটামুটি সব বাড়িতেই হয়ে থাকে। কেউ কেউ আবার হাইস্পিড ফ্যানও লাগিয়ে থাকেন বাড়িতে। কিন্তু কোনো কাজে বা দরকারে দিনের বেলায় বাড়ির বাইরে কাটানো দুঃসহ হয়ে পড়ে। তবে এই সমস্যার একটি সমাধানের উপায় রইল এই প্রতিবেদনে।

এবার থেকে পকেটে বা ব্যাগে করেও আপনি পাখা নিয়ে ঘুরতে পারবেন। না না, হাতপাখার কথা বলছি না। হাতের কোনোরূপ পরিশ্রম ছাড়াই এই পাখা থেকে বাতাস বেরিয়ে আসবে, যা গরমের দিনে আপনাকে বাড়ির বাইরেও স্বস্তি দেবে। এই পাখাটির নাম হল মিনি ইউএসবি ফ্যান। মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার বা পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে সংযোগ স্থাপন করে এই পাখা চালানো হবে। তবে মনে রাখবেন এই পাখাতে কিন্তু কোনোরূপ ব্যাটারি নেই। তাই এই পাখায় লাগানো ৫ ওয়াটের মোটরটি চলবে যে গ্যাজেটের সঙ্গে জুড়বেন, তার ব্যাটারির মাধ্যমে।

কিন্তু এবার প্রশ্ন হল এটাই যে এই পাখা আপনি কিনবেন কিভাবে। এর সহজ উপায় হল ই-কমার্স ওয়াবেসাইট। এই মুহূর্তে আমাজনে QOCXRRIN কোম্পানির Portable Mini USB Dragon Fan নামে এমন একটি প্রোডাক্ট উপলব্ধ রয়েছে। এই গ্যাজেটের দাম মাত্র ৯৯ টাকা। তবে একটি নয়, মাত্র ৯৯ টাকা খরচ করে দুটি এমন পাখা পেয়ে যাবেন একসংস। বাড়ির বাইরে এই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য একটি প্যাক কিনে বাড়ির সবাই ব্যবহার করতে পারবেন। এটিকে ব্যাগে বা পকেটে ভরে নিয়ে যাওয়া যায় এক স্থান থেকে অন্য স্থানে।