আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এলহন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। আবার উৎসবের মরশুম এলে তো নতুন মোবাইল কেনার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে এই প্রতিবেদনে আলোচনা করা হল এমন একটি মোবাইলকে নিয়ে, যার মধ্যে আইফোনের ফিচার্স মিলবে, তাও আবার ২০ হাজার টাকার কম দামে।
এই প্রতিবেদনে আমরা কথা বলবো লাভা কোম্পানির Lava Blaze Curve 5G মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ সব মিড-রেঞ্জ সেগমেন্ট মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে ৬.৬৭ ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ, পিক্সেল রেজোলিউশন ২৪০০×১০৮০ এবং পিক ব্রাইটনেস ৮০০ নিট। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫ প্রসেসর। এছাড়াও এই মোবাইলে পেয়ে যাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ। এছাড়াও এই মোবাইলে মিলবে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলে মিলবে ৫ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি, যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই মোবাইল অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে চলবে, যা অ্যান্ড্রয়েড ১৫ অবধি আপডেট মিলবে। ফিচার্স হিসেবে এতে রয়েছে ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন-৫.২, ওটিজি সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট। বর্তমান বাজারে এই মোবাইলের বেস ভ্যারিয়েন্টের দাম রয়েছে ১৭,৭৯৯ টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাম রয়েছে ১৮,২৯৯ টাকা। আগামী ১১ ই মার্চ দুপুর ১২ টার পওর আমাজন, লাভ স্টোর সহ নানা রিটেল স্টোরে পাওয়া যাবে মোবাইলটি।