প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Jio: পাত্তা পাবেনা Samsung, Vivo, ১০ হাজারের নীচে দুর্দান্ত 5G মোবাইল বাজারে আনছে Jio

আজকাল ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে স্মার্টফোনে একাধিক কাজ করা সম্ভব হলেও মোবাইল মূলত ফোন করার জন্যই আবিষ্কৃত হয়। আজও অনেকের কাছে মোবাইলের একমাত্র প্রয়োজন পড়ে বাইরের মানুষের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে স্মার্টফোনে একাধিক কাজ করা সম্ভব হলেও মোবাইল মূলত ফোন করার জন্যই আবিষ্কৃত হয়। আজও অনেকের কাছে মোবাইলের একমাত্র প্রয়োজন পড়ে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্যই। তবে এই মোবাইল অনেকাংশে বদলে দিয়েছে আমাদের জীবনধারাকে। মোবাইলের মাধ্যমেই পৃথিবী এসেছে আমাদের হাতের মুঠোয়। আর মোবাইল ও ইন্টারনেটের যুগে যেন এক আমূল পরিবর্তন এনেছে জিও। এই কোম্পানি বাজারে আসার পর থেকেই যেন ইন্টারনেট এক্সপ্লোসেন ঘটেছে দেশে।

তবে শুধুমাত্র টেলিকম সার্ভিস দেওয়া নয়, একইসঙ্গে অনেক ব্যবসা করে মুকেশ আম্বানির এই সংস্থা। তার মধ্যে অন্যতম হল জিও ফোনের ব্যবসা। কারণ 4G সাপোর্টেড কিপেড মোবাইল বানিয়ে বাজারে ধামাকা করেছে জিও। কারণ ভারতে এখনো অনেকেই রয়েছেন যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তাদের ক্ষেত্রে কিপেড মোবাইল চালানো অনেক বেশি সহজসাধ্য কাজ। তাদের কথা ভেবেই এই জিও ফোন লঞ্চ হয়েছিল দেশে। আর এবার এই মোবাইলের একটি উন্নত ভার্সন বাজারে আনতে চলেছে জিও।

সূত্রের খবর, শীঘ্রই বাজারে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা। এই স্মার্টফোন দেশের বাজেট সেগমেন্টের বাজারে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ বর্তমানে বাজারে যেসব 5G মোবাইল বাজেট সেগমেন্টের মধ্যে উপলব্ধ রয়েছে, সেগুলিকে যেরকম স্পেসিফিকেশন উপলব্ধ থাকে, এই মোবাইলে তার থেকেও উন্নতমানের স্পেসিফিকেশন থাকবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। সেই কারণেই দেশের নিম্নবিত্ত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে আসন্ন এই মোবাইল।

তবে মোবাইলের স্পেসিফিকেশন এখনো সামনে আনেনি সংস্থা। একইভাবে মোবাইলের দাম সম্পর্কেও কিছু তথ্য সামনে আসেনি। তবে জিও বারবার যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছে, তা হল মোবাইলের দাম। এক্ষেত্রে মোবাইলের দাম যে কোনোভাবেই ১০ হাজার টাকার বেশি হবেনা, তা বলাই যায়। তবে এই মোবাইল কখন দেশের বাজারে লঞ্চ করা হবে কিংবা এই মোবাইলে বাড়তি সুবিধা কি কি মিলবে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি।