আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এলহন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। আবার উৎসবের মরশুম এলে তো নতুন মোবাইল কেনার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে এই প্রতিবেদনে আলোচনা করা হল এমন একটি মোবাইলকে নিয়ে, যার মধ্যে দুর্দান্ত সব ফিচার্স মিলবে, তাও আবার অনেক কম দামে।
এই প্রতিবেদনে আমরা কথা বলবো IQOO কোম্পানির IQOO Z9 5G মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ সব মিড-রেঞ্জ সেগমেন্ট মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে রয়েছে ১.৫-কে রেজোলিউশন সাপোর্টেড ৬.৭৮ ইঞ্চির ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। পাশাপাশি সুপারফাস্ট পারফরম্যান্সের জন্য এই মোবাইলে দেওয়া হয়েছে ২.৮ গিগা-হার্জ ক্লক স্পীডযুক্ত ৬৪-বিট মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ অক্টাকোর প্রসেসর এবিবগ গ্রাফিক্সের জন্য মিলবে এআরএম মালি ৬১০ জিপিইউ। এছাড়াও এই মোবাইলে রয়েছে ৮ জিবি র্যাম ১২৮ জিবি ও ২৫৬ জিবি ফাস্ট ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এই মোবাইলে মিলবে ৫০ মেগাপিক্সেলের সোনি রিয়ার ক্যামেরা লেন্স এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলে মিলবে ৫ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি, যা ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
এই মোবাইল অ্যান্ড্রয়েড-১৪ এবং ফানটাচ ওএস-১৪-এ চলে। ফিচার্স হিসেবে এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিটিএস অডিও এবং স্টেরিও স্পিকার সেটআপ। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে মিলবে ডুয়াল সিম ৫-জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএসের মতো অপশন। এছাড়াও ওয়াটারপ্রুফ এই মোবাইলে রয়েছে আইপি-৫৪ সার্টিফিকেশন। এগুলি সবগুলি মোবাইলের লিক হওয়া স্পেসিফিকেশন। এখনো কোম্পানির তরফে মোবাইলের দামের বিষয়ে কিছু জানানো হয়নি।