প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mobile: সবচেয়ে সস্তা হল এই ফ্ল্যাগশিপ মোবাইলের দাম, ক্যামেরা ১০৮ ও ৫০ মেগাপিক্সেলের

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট…

Published By: Debaprasad Mukherjee | Published On:

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এছাড়াও ইনফিনিক্স কোম্পানির মোবাইল আজকাল বাজারের বেশ দেখা যাচ্ছে। কারণ এই মুহূর্তে অনেক কম দামে মিলছে ইনফিনিক্সের বেশ কিছু আকর্ষণীয় মোবাইল।

বাজেট সেগমেন্টে সাফল্যের পর এবার প্রিমিয়াম সেগমেন্টের দিকেও ঝুঁকছে ইনফিনিক্স। বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ মোবাইল ইতিমধ্যে বাজারে এনেছে এই কোম্পানি। আর সেই সব মোবাইলের স্পেসিফিকেশনের দিকে নজর দিলে বেশ থ্রিল অনুভব করছেন ক্রেতারা। তাই বিক্রিও বাড়ছে ইনফিনিক্সের প্রিমিয়াম মোবাইলগুলির। তবে সম্প্রতি চর্চায় এসেছে এই কোম্পানির Infinix Zero 30 5G মোবাইলটি।

এই মোবাইলে মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস থ্রি-ডি কার্ভড ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এই মোবাইলে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর। এই মোবাইল ১২ জিবি সুপারফাস্ট র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আসবে। যে কারণে মসৃণ মাল্টিটাস্কিং করা যাবে মোবাইল থেকে। তবে এই মোবাইলের সবচেয়ে বড় ফিচার্স হল এর ফাস্ট চার্জিং। ইনফিনিক্সের অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ প্রযুক্তির জন্য এই মোবাইলে মিলবে ৬৮ ওয়াটের কেবল চার্জিং সাপোর্ট।

ফটোগ্রাফারদেরও Infinix Note 40 Pro মোবাইলটি মুগ্ধ করবে। কারণ এর পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে। এই মোবাইলের রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ কম আলোতেও তীক্ষ্ণ এবং ডিটেইল ছবি তোলার জন্য দারুন কার্যকরী। এছাড়াও এই মোবাইলে একটি ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এই মোবাইলের ১২ জিবি ও ২৫৭ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এখন এটি ২২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও এর পর কার্ড পেমেন্টে ৫ শতাংশ ও অতিরিক্ত ২ হাজার টাকার ছাড় মিলছে।