প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mobile: প্রিমিয়াম মোবাইলের বাজারে নজর কাড়বে Infinix-এর এই মোবাইল, ফিচার্স জানেন!

অনেক বিশেষজ্ঞ বলেন, মোবাইল ব্যবহার করা হানিকারক। কথাটা শতভাগ ঠিক। কিন্তু তা হলেও আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা…

Published By: Debaprasad Mukherjee | Published On:

অনেক বিশেষজ্ঞ বলেন, মোবাইল ব্যবহার করা হানিকারক। কথাটা শতভাগ ঠিক। কিন্তু তা হলেও আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন।

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এছাড়াও ইনফিনিক্স কোম্পানির মোবাইল আজকাল বাজারের বেশ দেখা যাচ্ছে। কারণ এই মুহূর্তে অনেক কম দামে মিলছে ইনফিনিক্সের বেশ কিছু আকর্ষণীয় মোবাইল।

বাজেট সেগমেন্টে সাফল্যের পর এবার প্রিমিয়াম সেগমেন্টের দিকেও ঝুঁকছে ইনফিনিক্স। বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ মোবাইল ইতিমধ্যে বাজারে এনেছে এই কোম্পানি। আর সেই সব মোবাইলের স্পেসিফিকেশনের দিকে নজর দিলে বেশ থ্রিল অনুভব করছেন ক্রেতারা। তাই বিক্রিও বাড়ছে ইনফিনিক্সের প্রিমিয়াম মোবাইলগুলির। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে এই কোম্পানি Infinix Note 40 সিরিজ নিয়ে চিন্তাভাবনা করছে। আর এর মাঝেই জানা গেল এই সিরিজের মোট চারটি মোবাইল লঞ্চ হতে পারে।

জানা গেছে, Infinix Note 40, Infinix Note 40 Pro, Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G এই চারটি মোবাইল শীঘ্রই বাজারে আনবে কোম্পানি, যার মধ্যে Infinix Note 40 Pro+ 5G মোবাইলটি হবে ফ্ল্যাগশিপ লেভেলের। এই মোবাইলে কার্ভ ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও লিক মারফত জানা গেছে যে এই মোবাইলে সুপারফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। কেউ কেউ দাবি করছেন ১০০ ওয়াট কেবল চার্জিং এবং ৪০ ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে এই মোবাইল। তবে এই মর্মে অফিসিয়াল বিবৃতি এখনো সামনে আসেনি। মোবাইলের দাম সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা সংস্থা।