এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এছাড়াও ইনফিনিক্স কোম্পানির মোবাইল আজকাল বাজারের বেশ দেখা যাচ্ছে। কারণ এই মুহূর্তে অনেক কম দামে মিলছে ইনফিনিক্সের বেশ কিছু আকর্ষণীয় মোবাইল।
বাজেট সেগমেন্টে সাফল্যের পর এবার প্রিমিয়াম সেগমেন্টের দিকেও ঝুঁকছে ইনফিনিক্স। বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ মোবাইল ইতিমধ্যে বাজারে এনেছে এই কোম্পানি। আর সেই সব মোবাইলের স্পেসিফিকেশনের দিকে নজর দিলে বেশ থ্রিল অনুভব করছেন ক্রেতারা। তাই বিক্রিও বাড়ছে ইনফিনিক্সের প্রিমিয়াম মোবাইলগুলির। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে এই কোম্পানি Infinix Note 40 Pro মোবাইল লঞ্চ করতে পারে।
এই মোবাইলে মিলবে ৬.৭৮ ইঞ্চির এমলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪৩৬×১০৮০। এছাড়াও এই মোবাইলে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর। এই মোবাইল ১২ জিবি LPDDR4x র্যামের সাথে আসবে। যে কারণে মসৃণ মাল্টিটাস্কিং করা জউবে মোবাইল থেকে। তবে এই মোবাইলের সবচেয়ে বড় ফিচার্স হল এর ফাস্ট চার্জিং। ইনফিনিক্সের অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ প্রযুক্তির জন্য এই মোবাইলে মিলবে ১০০ ওয়াটের কেবল চার্জিং এবং ২০ ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট।
ফটোগ্রাফারদেরও Infinix Note 40 Pro মোবাইলটি মুগ্ধ করবে। কারণ এর পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে। এই মোবাইলের রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ কম আলোতেও তীক্ষ্ণ এবং ডিটেইল ছবি তোলার জন্য দারুন কার্যকরী। এই মোবাইলের অন্য দুটি ক্যামেরার মধ্যে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে। এছাড়াও এই মোবাইলে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ভিনটেজ গ্রিন, ওবসিডিয়ান ব্ল্যাক এবং টাইটান গোল্ড সহ বিভিন্ন রঙের বিকল্পে আসে এই মোবাইল।