ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা’র। দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে ওলা। আর এই চলতি বাজারে আরো একাধিক দুর্দান্ত ফিচার্সের গাড়ি লঞ্চ করেছে নির্মাতা সংস্থা ওলা।
তবে এবার এই ওলার ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত ছাড় দিচ্ছে কোম্পানি। ওলার তরফে এই ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত ব্যাপকভাবে বিক্রি বাড়াতে চলেছে ওলা। আর সেই কারণেই এবার তাদের ইলেকট্রিক স্কুটারের দাম প্রতি স্কুটারে ২৫ হাজার টাকা করে কমাতে চলেছে। আর এই মর্মে আগামী তিন মাসের মধ্যে তিন শহরে ১০ হাজার ইলেকট্রিক স্কুটার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এখন একনজরে দেখে নিন যে কোন মডেলে কত দাম কমিয়েছে কোম্পানি।
● Ola S1 Pro Gen 2: এটি কোম্পানির একটি অন্যতম শক্তিশালী ইলেকট্রিক স্কুটার। সাধারণভাবে এই স্কুটারের এক্স-শোরুম মূল্য ১,৪৭,৪৯৯ টাকা। তবে এখন চলছে ডিসকাউন্ট। আর এই ডিস্কাউন্টে স্কুটারটির এক্স-শোরুম কমে হয়েছে ১,২৯,৯৯৯ টাকা। অর্থাৎ ১৭,৫০০ টাকা ছাড় মিলছে এই মডেলে।
● Ola S1 Air: এটি ভারতে সবথেকে বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারের মডেল। বর্তমানে ছাড় সহ এই স্কুটার বাজারে থেকে কিনতে গেলে তার এক্স-শোরুম দাম পড়ছে ১,০৪,৯৯৯ টাকা। যদিও সাধারণভাবে এই স্কুটারের এক্স-শোরুম দাম রয়েছে ১,১৯,৯৯৯ টাকা।
● Ola S1 X+: বর্তমানে মহা ডিসকাউন্ট বাজারে অৰ্থেকে বেশি ছাড় মিলছে এই মডেল। জানা গেছে, এই মডেলে সর্বাধিক ২৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফলে ১,০৯,৯৯৯ টাকার বদলে এখন ৮৪,৯৯৯ টাকার এক্স-শোরুম মূল্যে কেনা যাচ্ছে এই মডেল।