প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mobile: একধাক্কায় ৩ হাজার টাকা কমে গেল দাম, Samsung-এর দুর্দান্ত মোবাইলে বিরাট সুবিধা

একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়…

Published By: Debaprasad Mukherjee | Published On:

একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগে হয়ে উঠছে। আর এই ডিজিটাল যুগে স্মার্টফোন আজকাল সকলের হাতেই। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। তাই আজকাল বাইরে বেরোনোর আগে মানিব্যাগ বা চোখের চশমা ভুলে গেলেও মোবাইল ভোলেন না কেউই। অন্যদিকে পুরানো স্মার্টফোন বদলে নতুন স্মার্টফোন নিতেও এখন দুবার ভাবেন না সাধারণ মানুষ।

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। এই প্রতিবেদনে Samsung-এর একটি মিড-রেঞ্জ সেগমেন্টের মোবাইলকে আলোচনা হবে, যা ক্রেতাদের কাছে ধামাকা করতে চলেছে। কারণ এই মোবাইলে একইসঙ্গে 5G কানেক্টিভিটির সঙ্গে মিলবে নানা আকর্ষণীয় ফিচার্স।

কথা বলছি Samsung Galaxy A34 5G মোবাইলটিকে নিয়ে। এই মোবাইলে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুলএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৩৪০×১০৮০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এই মোবাইলে মিলবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ 5G চিপসেট। এই মোবাইল এন্ড্রোয়েড-১৩-এর সঙ্গে আসে। এই মোবাইলের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে। পাশাপাশি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর হিসেবে দেওয়া হয়েছে মোবাইলে। এই মোবাইলে রয়েছে একটি ৫,০০০ এমএএইচ-এর পাওয়ারফুল ব্যাটারি প্যাক, যা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট।

বর্তমান বাজারে এই মোবাইলটি পাওয়া যাচ্ছে চারটি রংয়ের অপশনে। এগুলি হল- অসম লাইম, অসম গ্রাফাইট, অসম ভায়োলেট এবং অসম সিলভার। এই মোবাইল ভারতীয় বাজারে যখন লঞ্চ হয়, তখন এর লঞ্চ দাম ছিল ৩০,৯৯৯ টাকা। তবে গত বছর ডিসেম্বরে এর দাম ২,০০০ টাকা কমে যায়। তখন থেকে এই মোবাইলের দাম ছিল ২৮,৯৯৯ টাকা। তবে বর্তমানে রি মোবাইল কিনলে আপনি আরো বেশি লাভ পাবেন। কারণ এই মোবাইলে আরো এক হাজার টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। তাই মোবাইলটি কিন্ত্র হলে এখন দিতে হবে ২৭,৯৯৯ টাকা। এছাড়াও বিভিন্ন কার্ডের উপর থাকছে বিভিন্ন অফার।