প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mobile: একধাক্কায় বিরাট ছাড়! এই উপায়ে Motorola-র ১২ হাজারের মোবাইল কিনুন মাত্র ১,৮০০ টাকায়

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট…

Published By: Debaprasad Mukherjee | Published On:

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে এই প্রতিবেদনে আলোচনা করা হল এমন একটি মোবাইলকে নিয়ে, যার ফিচার্স হার মানাবে বড় বড় মোবাইলকেও। আর এই মোবাইল এখন আপনি কিনতে পারবে। অত্যন্ত কম দামে।

এই প্রতিবেদনে আমরা কথা বলবো টেকনো কোম্পানির Motorola কোম্পানির G সিরিজের Moto G24 Power মোবাইলটি নিয়ে। এই মোবাইলটি বর্তমানে বাজারে উপলব্ধ সব বাজেট সেগমেন্ট মোবাইলগুলির মধ্যে আকর্ষণীয়। তার কারণ হল এর উন্নত সব স্পেসিফিকেশন। এই মোবাইলে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। মোবাইকের ডিসপ্লের পিক ব্রাইটনেস ৫৩৭ নিটস। প্রসেসর হিসেবে এই মোবাইলে দেওয়া হয়েছে অক্টা কোর হেলিও জি-৮৫ চিপসেট। এছাড়াও এই মোবাইল চালিত হবে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-১৪-এর মাধ্যমে। পাশাপাশি এই মোবাইল থ্রিডি একরিলিক গ্লাস বিল্ড দিয়ে তৈরি হয়েছে।

এই মোবাইলে রয়েছে ৮ জিবি এলপিডিডিআর ফোর এক্স RAM এবং ৮ জিবি এক্সটেন্ডেড স্টোরেজ ফিচার। মেমোরি হিসেবে মিলবে ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই মোবাইলে মিলবে ৫০ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি। ফিচার্স হিসেবে এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি এটমস সাউন্ড সেটআপ।

বর্তমান বাজারে এই মোবাইলের ৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রয়েছে ১১,৯৯৯ টাকা। তবে এই মোবাইলের উপর এখন ফ্ল্যাট ৩৩ শতাংশ ডিসকাউন্ট রয়েছে। এর ফলে মোবাইলের দাম কমে হয়ে যাচ্ছে ৭,৯৯৯ টাকা। এবার এই মোবাইল কেনার সময় আপনি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ফ্লিপকার্ট UPI ব্যবহার ককরে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় যাওয়া যাবে। একইসঙ্গে আপনার পুরানো মোবাইল এক্সচেঞ্জ করলে ৬,২৫০ টাকা অবধি ছাড় পাওয়া যায়। যদিও এর ছাড়ের পরিমান নির্ভর করে এক্সচেঞ্জ করা মোবাইলের মডেল ও কন্ডিশন অনুযায়ী। সব মিলিয়ে আপনি মাত্র ১,৮০০ টাকায় কিনতে পারবেন এই মোবাইল।