ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, বাজাজ সহ হাতেগোনা কয়েকটি কোম্পানি। সম্প্রতি এই তালিকায় এসেছে টিভিএস, হিরো’ও।
তবে স্কুটারের বাজারে এখন গোটা দেশে ভালো পারফর্ম করেছে Honda-র কিছু পেট্রোল স্কুটার। একাধিক স্কুটার লঞ্চ করে দেশের অটোমোবাইল বাজারে বেশ নামডাক হয়েছে এই নির্মাতা সংস্থার। তবে সব মডেলের মধ্যে এই কোম্পানির Honda Activa মডেলটি ছিল সর্বাধিক জনপ্রিয়। বহুদিন ধরে অনেক ভার্সন লঞ্চ হচ্ছে এই স্কুটারের। তবে এবার এই কোম্পানির Honda Dio স্কুটারটি বাজারে ধামাকা করছে। একনজরে দেখে নিন এই স্কুটারের ফিচার্স, দাম ও অফারের বিস্তারিত।
■ লুক: হোন্ডা কোম্পানির এই স্কুটার পাওয়া যাচ্ছে ক্লাসিক লুকে। Honda Dio স্কুটারটির তিনটি এডিশনে উপলব্ধ রয়েছে বাজারে। এই স্কুটার বাজারে এসব রংয়ে উপলব্ধ রয়েছে সেগুলি হল ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ক্যান্ডি জেসি ব্লু, স্পোর্টস রেড এবং ভাইব্র্যান্ট অরেঞ্জ।
■ ফিচার্স: বর্তমান সময়ের স্কুটারের মতোই এই স্কুটারেও উপলব্ধ হবে অত্যাধুনিক সব ফিচার্স। এই স্কুটারে থাকবে ড্রাম ব্রেক, টিউবলেস টায়ার। ১৬০ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল, অ্যানালগ ওডোমিটার/স্পিডোমিটার, কিল সুইচ এবং স্মার্ট লক।
■ ইঞ্জিন: এই গাড়িতে রয়েছে একটি শক্তিশালী ও স্টেবল ইঞ্জিন। এই স্কুটার দেওয়া হয়েছে ১০৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৭.৭৫ হর্সপাওয়ার এবং ৯.০৩ এনএ, টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটারের সর্বোচ্চ গতি ৮৩ কিমি প্রতি ঘণ্টা। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৫.৩ লিটার এবং রিসার্ভ ফুয়েল ক্যাপাসিটি ১.৩ লিটার।
■ দাম ও অফার: ভারতীয় বাজারে এই স্কুটারের তিনটি ভার্সন রয়েছে, যেগুলির দাম আলাদা আলাদা। স্কুটারওর স্ট্যান্ডার্ড ভার্সনের এক্স শোরুম দাম ৭৪,২৩৫ টাকা, ডিলাক্স ভার্সনের এক্স শোরুম দাম ৭৮,২৩৫ টাকা এবং H-Smart ভার্সনের এক্স শোরুম দাম রয়েছে ৮২,৭৩৬ টাকা।