প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Flipkart: হিরো এক্সট্রিম বাইকে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়, ফ্লিপকার্ট থেকে কিনলেই বাড়তি সুবিধা

আজকাল জিনিসপত্র বাড়িতে বসেই কেনা যায়। ই-কমার্স ওয়েবসাইট বা এপ্লিকেশন থেকে সেইসব জিনিস মোবাইল থেকেই অর্ডার করা যায়। আর এমনটা করে দিলে কয়েকদিনের মধ্যেই ডেলিভারি ম্যান সেই জিনিসগুলি পৌঁছে দেয়…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল জিনিসপত্র বাড়িতে বসেই কেনা যায়। ই-কমার্স ওয়েবসাইট বা এপ্লিকেশন থেকে সেইসব জিনিস মোবাইল থেকেই অর্ডার করা যায়। আর এমনটা করে দিলে কয়েকদিনের মধ্যেই ডেলিভারি ম্যান সেই জিনিসগুলি পৌঁছে দেয় আমাদের বাড়িতে। আর এই ব্যবসায় বেশ নামডাক বেড়েছে ফ্লিপকার্ট ও আমাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্মের। তবে এখন ভারতে সবথেকে বেশি ব্যবসা করে ফ্লিপকার্ট। তাদের ই-কার্ট নামের নিজস্ব ডেলিভারি সিস্টেম চালু রয়েছে দেশের কোনায় কোনায়। এই সংস্থাই অর্ডার করা সব জিনিস পৌঁছে দেয় গ্রাহকদের বাড়িতে। আর এবার ফ্লিপকার্টে কেন যাবে বাইকও।

পরিবহন হল মানুষের জীবনের এক অপরিহার্য কাজ। আর সেই পরিবহনের জন্য এখন দু’চাকার বাইক মানুষের জীবনে এক অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাইকের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাস্তায় কিন্তু বাইকের চলাচল কমেনি মোটেও। কেউ যেমন বড় চাকার বাইক চালাতে স্বচ্ছন্দ, তেমনই আবার কেউ ছোট চাকার স্কুটি চালাতে পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে তো স্কুটারের বিকল্প নেই। তবে হিরোর বাইক অনেকেরই প্রথম পছন্দ। আর বর্তমানে হিরো এক্সট্রিম বাইকটি ১২৫ সিসির সেগমেন্টে বেশ সাড়া ফেলেছে।

১২৫ সিসির হিরো এক্সট্রিম বাইকে মিলবে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকে যা ৬,০০০ আরপিএম স্পিডে ঘুরতে ঘুরতে ১০.৫ এনএম টর্ক এবং ৮,২৫০ আরপিএম স্পিডে ঘুরতে ঘুরতে ১১.৪ হর্সপাওয়ার শক্তি উত্পন্ন করতে পারে। এছাড়াও এই বাইকে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। একজোড়া ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে এই বাইক। যার মধ্যে একটি সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, আর একটি নন-এবিএস। এই বাইকের মাইলেজ প্রতি লিটারে ৬৬ কিমি এবং এই বাইকের সর্বোচ্চ গতি ঘন্টায় ৯৫ কিমি। এছাড়াও এই বাইকের সামনে রয়েছে কনভেনশনাল ফর্ক এবং পিছনে হাইড্রলিক শক অ্যাবসর্বার।

এই বাইকটি এখন আপনি কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে। বর্তমানে এই বাইকের ফায়ারস্টর্ম রেড ভ্যারিয়েন্টের দাম ১,০২,২১৯ টাকা। এই বাইকটি আপনি একবারে পেমেন্ট করে কিনতে পারবেন। এছাড়াও কিস্তিতে কিনতে পারবেন এই বাইক। সেক্ষেত্রে মাসে ২,১৭৬ টাকা থেকে কিস্তির অপশন শুরু হয়। তবে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিনলে কিছুটা ছাড় পাবেন। পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে বাইকটি কিনলে অতিরিক্ত ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।