দেশীয় বাজারে আজকাল বাইকের চাহিদা তুঙ্গে। বাইক হল আজকাল মানুষের জীবনের যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে ক্রেতা অনুযায়ী বাইকের মডেল ও চাহিদাও ভিন্ন হয় বাজারে। যেভাবে মধ্যবিত্ত মানুষজন পছন্দ করেন বাজেট সেগমেন্ট বা মিড-রেঞ্জ বাইক, তেমনই আবার অনেক উচ্চবিত্ত ভারতীয় শখ পূরণের জন্য প্রিমিয়াম বাইকও কিনে থাকেন। তাই এদেশে প্রিমিয়াম বাইকের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর।
আর ভারতের প্রিমিয়াম বাইকের তালিকায় Royal Enfield-এর চাহিদা বা জনপ্রিয়তা বেড়েছে এক দশকে। এই বাইককে টেক্কা দিতে পারেনি কোনো কোম্পানিই। পাহাড়ি রাস্তায় বাইক সফর থেকে শুরু করে রাস্তা কাঁপানো শব্দে শহরের জনবহুল এলাকায় যাওয়া, এইসব শখ পূরণ করতে Royal Enfield হল অনেকের প্রথম পছন্দ। তবে এবার রি জনপ্রিয় বাইককে টেক্কা দিতে চলেছে Hero-র এই বাইক। এখন একনজরে দেখে নিন এই বাইকের বিস্তারিত।
● বাইকের নাম: হিরো ম্যাভরিক-৪০০ (Hero Maverick-400)।
● আউটলুক: বাইকটি মূলত হার্লে ডেভিডসনের মতো পাওয়ারফুল কম্প্যাক্ট লুক দেওয়া হয়েছে। হাতদ ফাইবার বডির সঙ্গে এই বাইকে মিলবে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও LED লাইটিংয়ের মতো অত্যাধুনিক ফিচার্স।
● ইঞ্জিন: এই বাইকে রয়েছে একটি ৪০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ২৬ হর্সপাওয়ার শক্তি এবং ৩৬ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকে মিলবে একটি ৬-স্পিড গিয়ার। কোম্পানির দাবি, ২০০০ আরপিএম গতিতেই ৯০ শতাংশ টর্ক পেয়ে যাবেন রাইডাররা।
● ফিচার্স: এই বাইকে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার্স, যা এটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। বাইকের দুটি চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। সামনের চাকায় ডিস্ক মিলবে ৩২০ মিলিমিটারের এবং পিছনে চাকায় ডিস্ক মিলবে ২৪০ মিলিমিটারের। এর সঙ্গে এই বাইকে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও এই বাইকে মিলবে ইউএসবজ চার্জিং পোর্ট প ব্লুটুথ কানেক্টিভিটি। যার মাধ্যমে কল বা এসএমএস এলার্ট পাওয়া যাবে। এর সঙ্গে নেভিগেশন এবং নোটিফিকেশনের সুবিধাও থাকবে।
● দাম: ভারতের বাজারে এই বাইকের তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে এই মুহূর্তে। বাইকের বেস মডেলের দাম ১.৯৯ লাখ টাকা। মিডিয়াম ভ্যারিয়েন্টের দাম ২.১৪ লাখ টাকা এবং টপ মডেলের দাম ২.২৪ লাখ টাকা। সমস্ত মূল্য এক্স-শোরুম। ইতিমধ্যে এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে। বাইকের ডেলিভারি শুরু হবে ১৫ ই এপ্রিল থেকে।