প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Offer: ফ্লিপকার্টে জলের দরে পাওয়া যাচ্ছে এই ৪ মোবাইল, মিস করবেন না এই লুটপাট অফার

অনেক বিশেষজ্ঞ বলেন, মোবাইল ব্যবহার করা হানিকারক। কথাটা শতভাগ ঠিক। কিন্তু তা হলেও আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা…

Published By: Debaprasad Mukherjee | Published On:

অনেক বিশেষজ্ঞ বলেন, মোবাইল ব্যবহার করা হানিকারক। কথাটা শতভাগ ঠিক। কিন্তু তা হলেও আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন।

এখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। আর এখন ই-কমার্স সাইটে চলছে অফার। তাই এই মুহূর্তে অনেক কম দামে মিলছে বেশ কিছু আকর্ষণীয় মোবাইল। একনজরে দেখে নিন এমন কয়েকটি মোবাইল সম্পর্কে।

● Samsung Galaxy F04: যারা স্যামসাং ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য কম দামে এই মোবাইলটি দারুন বিকল্প হতে পারে। এই মোবাইলে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি এলসিডি ডিসপ্লে। প্রসেরস হিসেবে মিলবে মিডিয়াটেক হেলিও পি-৩৫ চিপসেট। সেই সঙ্গে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। বর্তমানে ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেলে মাত্র ৫,৯৯৯ টাকায় মিলছে এর ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

● POCO C51: কম দামে ভালো মোবাইলের দুর্দান্ত বিকল্প এই মোবাইল। এতে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি-৩৬ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। বর্তমানে ফ্লিপকার্টের মোবাইল বোনাজা সেলে এই মোবাইল মিলছে মাত্র ৪,৯৯৯ টাকায়।

● Infinix Smart 8 HD: এটিও কম দামে একটি দুর্দান্ত মোবাইল। এর ফিচার্স বেশ উন্নতমানের। এই মোবাইলে রয়েছে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ইউনিসক টি-৬০৬ প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। বর্তমানে ফ্লিপকার্টের মোবাইল বোনাজা সেলে মাত্র ৬,৩৯৯ টাকায় মিলছে।

● Poco C55: এই মোবাইলটিও কম দামে পাওয়া যাচ্ছে এখন। এই মোবাইলে মিলবে ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি-৮৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। বর্তমানে ফ্লিপকার্টের মোবাইল বোনাজা সেলে এই মোবাইল মিলছে মাত্র ৬,২৯৯ টাকায়।