সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ও এক পরিবর্তন এসেছে। মানুষ আদিম থেকে ফিন দিন সভ্য হয়েছে, গড়ে তুলেছে সমাজ। আর এই সমাজে বসবাস করতে হলে অত্যাবশ্যক হল মাথার উপর রক্ত ছাদ। অর্থাৎ, একটি বাড়ি। আর আমরা যে বাড়িতে থাকি, সেই বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও জরুরি। তা। যান হলে ময়লা যেমন দেখতে খারাপ লাগে, তেমনই আবার আবর্জনা থেকে অনেক রোগের প্রাদুর্ভাব ঘটে বাড়িতে। এছাড়াও নোংরা থেকে অনেক বিষাক্ত পোকামাকড়ের উৎপাত বেড়ে যায় ঘরে। তাই পরিচ্ছন্নতা খুবই জরুরি।
এবার ঘরদোর পরিস্কার রাখতে হলে ঘরে ঝাঁটা দেওয়া জরুরি। একইসঙ্গে ঘর মোছাও জরুরি। কিন্তু ঝাঁটা দেওয়া বা ঘর মোছা একটি সময়সাপেক্ষ ও পরিশ্রমের কাজ। তাই অনেকের ইচ্ছে থাকলেও সবদিন ঘর পরিস্কার করে সম্ভব হয়ে ওঠেনা। তবে এক্ষেত্রে উপযোগী একটি যন্ত্র হল ভ্যাকুয়াম ক্লিনার। তবে এই প্রতিবেদনে আমরা কথা বলবো রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে। এটিকে মেঝেতে নামিয়ে ছেড়ে দিলেই সেটি নিজে ঘুরে ঘুরে সব ময়লা পরিষ্কার করে দেবে। একনজরে দেখে নিন বাজারে উপলব্ধ কয়েকটি ভ্যাকুয়াম ক্লিনার সম্পর্কে।
● Mi Xiaomi Robot Vacuum Cleaner: শাওমি ব্র্যান্ড অনেকেরই পছন্দ। তাই এই কোম্পানির ভ্যাকুয়াম ক্লিনার কিনলে আপনি দারুন সুবিধা পাবেন। এই ক্লিনারের মাধ্যমে আপনি কয়েকমিনিটে ঘর পরিষ্কার করতে পারবেন। এই ক্লিনারের এমআরপি ৩৯,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে এটি ৩০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। সেই কারণেই এটি ২৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন আপনি।
● ECOVACS Deebot N10 Plus 2-In-1 Robot Vacuum Cleaner: এটিও একটি অটোমেটিক ভ্যাকুয়াম ক্লিনার। এতে একাধিক রোবোটিক ফিচার্স মিলবে। এই যন্ত্রটির এমআরপি ১,২৯,৯০০ টাকা। তবে এটি বর্তমানে অ্যামাজনে ৬২ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। বর্তমানে এটি ৪৯,৯০০ টাকায় কিনতে পারবেন।
● ILIFE A20 Robotic Vacuum Cleaner: এটিও একটি আধুনিক রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার। এটি বেশ জনপ্রিয় একটি মডেল। এই ভ্যাকুয়াম ক্লিনারের এমআরপি রয়েছে ৫৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে বর্তমানে এটি ৫৭ শতাংশ ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে। তাই এখন এটি যায়নি কিনতে পারবেন ২৫,৯০০।
● ILIFE A80 Pro Robotic Vacuum Cleaner: এটি একটি রিমোট কন্ট্রোল ক্লিনার। এর মাধ্যমে সহজেই ঘর পরিস্কার করা যায়। এই ক্লিনারের এমআরপি ৩৪,০০০ টাকা। তবে এটি এখন ৪৭ শতাংশ ডিসকাউন্ট সহ মাত্র ১৭,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।