শহর কলকাতার হৃদস্পন্দন হল মেট্রো পরিষেবা। মহানগরীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নির্দ্বিধায় কোনোরূপ ট্র্যাফিক জ্যাম ছাড়াই যাত্রীদের পৌঁছে দেয় এই পাতালরেল। ১৯৮৪ সালে চালু হওয়া এই পরিষেবা এখনো এক প্রাচীন ও আধুনিকতার ঐতিহ্য প্রদান করে তিলোত্তমা নগরীকে। বিগত দশকে শহরের একাধিক রুটে মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই মেট্রো রেলের বিস্তার বাড়ছে দিনের পর দিন। কলকাতা ছড়িয়ে জেলায় জেলায় এই পরিষেবা পৌঁছে দিতেও উদ্যোগী হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোর এই বিস্তারে যে প্রকল্পগুলির কথা ভাবা হয়েছে, তার মধ্যে অন্যতম হল গঙ্গার নীচ দিয়ে ট্রেন চালানো অর্থাৎ ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’। হাওড়া-ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো শীঘ্রই ছুটবে গঙ্গার বুক চিরে। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষের মুখে। এদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত রুটে শুরু হয়েছে যাত্রী পরিবহণ। রেল সূত্রে জানা গেছে, গত কয়েকবছর ধরেই এই মেট্রো লাইনের কাজ চলছে। আর এবার গঙ্গার নীচের কাজ সম্পূর্ন হতে চলেছে।
এর মাঝেই এবার কলকাতা মেট্রোর তিনটি রুট নিয়ে এসে গেল বিরাট একটি আপডেট। এই আপডেট শুনলে আপনিও হয়তো খুশিতে লাফিয়ে উঠবেন। জানা গেছে, কলকাতার বুকে শীঘ্রই তিনটি নতুন রুটে চালু হবে মেট্রোর ট্রায়াল রান। আর এই মর্মে শীঘ্রই শুরু হতে চলেছে পরিদর্শন। এর মাধ্যমে পর্যবেক্ষণ করে গ্রীন সিগন্যাল মিললেই শুরু হবে মেট্রোর ট্রায়াল রান। শোনা যাচ্ছে, আগামী তিনদিনে এই পরিদর্শন হবে বলে জানা গেছে। আগামী ৩ ফেব্রুয়ারি এই কারণেই কলকাতায় আসবেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনককুমার গর্গ। তিনি আগামী কয়েকদিনে এই তিনটি রুটে পর্যবেক্ষণ সারবেন বলে খবর মিলেছে মেট্রোরেল সূত্রে।
উল্লেখ্য, আগামী দিনে পর্যবেক্ষণ চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পর্যন্ত অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মাঝেরহাট স্টেশন এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি পর্যন্ত অংশে। আর এই তিনটি স্থানে তিনি গ্রীন সিগন্যাল দিলে এই মাসেই ট্রায়াল রান শুরু হবে। আর ট্রায়াল সফল হলে আগামী মাসে থেকেই এই তিনটি রুটে যাত্রী নিয়ে গড়াবে মেট্রোরেলের চাকা, এমনটাই খবর মিলেছে মেট্রোরেল সূত্রে।