ভারতে ট্রেন হল এমন একটি পরিষেবা, যার উপর নির্ভর করে কোটি কোটি মানুষের রোজকার জীবনযাপন চলে। অনেকের কাছে আবার রোজগারের আধান এই ট্রেন। তাজ ট্রেন বাতিল হলে অনেকেরই যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাস বা অন্য যানবাহনের উপর ভরসা করতে হয়, তেমনই আবার হকারদের পেটে পড়ে টান। আর সপ্তাহান্তে ট্রেন বাতিল এখন নতুন কিছুই নয়। বিগত কয়েকটি সপ্তাহের শনিবার ও রবিবার ধরেই রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। আর এতেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধ্বরণ মানুষ।
এই রবিবারও একাধিক ট্রেন বাতিল করেছে রেল। জানা গেছে, হাওড়া শাখার একাধিক ট্রেন চলবে না রবিবার। ওভারহেডের তার রক্ষণাবেক্ষণ, লাইনের রক্ষণাবেক্ষণ এবং আরো বিভিন্ন কাজের জন্য রবিবার হাওড়া শাখার অনেক ট্রেনেই বাতিল করা হয়েছে। জানা গেছে, হাওড়া-বর্ধমান, হাওড়া-তারকেশ্বর সহ একাধিক রুটে ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, ট্রেন চলাচল ব্যবস্থায় দ্রুতগতি বজায় রালহার জন্য এবং সুরক্ষিত রেল চলাচলের জন্য এই রক্ষণাবেক্ষণ জরুরি। এখন একনজরে দেখে নিন যে রবিবার কোন কোন ট্রেন বাতিল হতে চলেছে।
● রবিবার যেসব ট্রেন বাতিল হয়েছে:
(১) বর্ধমান-হাওড়া কর্ড লাইনের ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬ নং লোকাল ট্রেনগুলি আজ বাতিল থাকবে।
(২) বর্ধমান-হাওড়া মেন লাইনে বাতিল থাকবে ৩৭৮১৮ নং লোকাল ট্রেন।
(৩) ব্যান্ডেল-হাওড়া রুটে ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮ নং লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে।
(৪) তারকেশ্বর- হাওড়া রুটে ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬ নং লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে।
(৫) সিঙ্গুর-হাওড়া রুটে ৩৭৩০৪ নং লোকাল ট্রেনটি বাতিল রয়েছে।
(৬) গোঘাট- হাওড়া রুটে ৩৭৩৭২ নং লোকাল ট্রেনটি বাতিল থাকবে।
(৭) হাওড়া থেকে বাতিল হয়েছে ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮১৫, ৩৭২১১, ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩০৩, ৩৭৩৭১ ও ৩৭৮১৭ নং লোকাল ট্রেনগুলি।
● রবিবার যেসব ট্রেনের রুট পরিবর্তন হয়েছে:
(১) ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু স্পেশ্যাল বর্ধমান মেন লাইনের পরিবর্তে কর্ড লাইন হয়ে যাবে।
(২) ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেস পথ বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে যাবে এবং বর্ধমানে স্টপেজ দেবে।