প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Special Train: কলকাতা থেকে সরাসরি কেদারনাথের রাজ্য, এপ্রিল থেকে ছাড়বে মানসখণ্ড এক্সপ্রেস

দেশের সবথেকে বড় গণ পরিবহণ মাধ্যম হল রেল। নিত্য দিন কোটি কোটি মানুষ নির্ভরশীল ভারতীয় রেলের উপর। পাশাপাশি দেশের কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে রেল পরিষেবা। যা আরও বিস্তারের কাজ চলছে।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দেশের সবথেকে বড় গণ পরিবহণ মাধ্যম হল রেল। নিত্য দিন কোটি কোটি মানুষ নির্ভরশীল ভারতীয় রেলের উপর। পাশাপাশি দেশের কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে রেল পরিষেবা। যা আরও বিস্তারের কাজ চলছে। তাই ভারতীয় রেলকে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক-এর তকমা দেওয়া হয়। যার পুরো ট্র্যাকের দৈর্ঘ্য ৬৭ হাজার ৩৬৮ কিমি। ভারতীয় রেলের ট্র্যাক বিশাল ১১৫,০০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক, যা একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

ভারতীয় রেখে যেমন রয়েছে প্রাচীনতা, তেমনই রয়েছে বৈচিত্র। লোকাল, এক্সপ্রেস, সুপারফাস্ট, সেমি হাইস্পিড সহ একাধিক ধরণের ট্রেন চলে ছোট ও বড় রুটে। এছাড়াও বেশ কিছু স্পেশ্যাল ট্রেন চলে ভারতের বুকে। যেমন রয়েছে মখাজার এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন, তেমনই আবার একটি বিশেষ কোনো পর্যটন স্থানে যাত্রীদের আরামদায়ক সফরের মাধ্যমে পৌঁছে দিতে চলে বেশ কিছু বিশেষ ট্রেন। আর এবার কলকাতা স্টেশন থেকে এমন একটি ট্রেন ছাড়বে, যা সরাসরি যাত্রীদের পৌঁছে দেবে দেবভূমিতে। কোন ট্রেনের কথা বলা হচ্ছে? সেটি এবার জেনে নিন।

উত্তরাখণ্ড রাজ্যটি ভারতের দেবভূমি নামে পরিচিত। কারণ এই রাজ্যে একদিকে যেমন রয়েছে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, অন্যদিকে এই রাজ্যের বুকে রয়েছে অনেক বিখ্যাত মন্দির ও হিন্দুরের জন্য ধর্মীয় স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য হল কেদারনাথ মন্দির। সেই কারণে প্রতিবছর ভারতের বিভিন্ন রাজ্য, এমনকি বাংলা থেকেও লাখ লাখ পর্যটক পৌঁছে যান উত্তরাখণ্ডে। আর এবার এইসব যাত্রীদের জন্য সুখবর। কারণ এবার মানসখন্ড এক্সপ্রেস নামের একটি ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে, যা পৌঁছে দেবে সরাসরি উত্তরাখণ্ডে।

জানা গেছে, এই ট্রেন ৫০০ যাত্রীকে নিয়ে ছুটবে কলকাতা স্টেশন থেকে। আর এই ট্রেনে গেলেই আপনি দেখে নিতে পারবেন চম্পাবত জেলার পূর্ণগিরি এবং বালেশ্বর মন্দির, পিথোরাগড় জেলার হাট কালিকা ও পাতাল ভুবনেশ্বর মন্দির, নন্দা দেবী, কাটারমলের সূর্য মন্দির এবং নয়নাদেবী মন্দির। কারণ এই ট্রেনের টিকিট কাটলে বিশেষ প্যাকেজের সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। জানা গেছে, আগামী এপ্রিল মাসে থেকে যাত্রা শুরু হবে এই ট্রেনের। আর এই ট্রেনের টিকিট কাটতে হলে IRCTC-র ওয়েবসাইটে যেতে হবে।