প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Sandeshkhali: অবশেষে পুলিশের জালে সন্দেশখালির ত্রাস শাহজাহান, কোথায় লুকিয়ে ছিলেন এতদিন!

বিগত কয়েকদিন ধরেই গোটা দেশের সংবাদমাধ্যমে উঠে এসেছে সন্দেশখালির নাম। এতদিন এই নামটি হয়তো কেউ শোনেই নি, কিন্তু সন্দেশখালির বাতাজ বাদশা শেখ শাহজাহানের বিযুদ্ধে কুকীর্তির অভিযোগ সামনে আসতেই সময়ক্রমে উঠে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত কয়েকদিন ধরেই গোটা দেশের সংবাদমাধ্যমে উঠে এসেছে সন্দেশখালির নাম। এতদিন এই নামটি হয়তো কেউ শোনেই নি, কিন্তু সন্দেশখালির বাতাজ বাদশা শেখ শাহজাহানের বিযুদ্ধে কুকীর্তির অভিযোগ সামনে আসতেই সময়ক্রমে উঠে আসে সন্দেশখালির নাম। মহিলারা রাস্তায় নেমে শেখ শাহজাহান এবং তার সাগরেদ শিবু ও উমের বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘৃণ্য অভিযোগ তুলতে থাকেন। আর তারপরেই লোকসভা ভোটের চৌকাঠে দাঁড়িয়ে রাজ্য এমনকি দেশের কোণায় কোণায় পৌঁছে যায় সন্দেশখালির নাম।

ঘটনার সূত্রপাত হয় গত ৫ ই জানুয়ারি। রেশন দুর্নীতি মামলায় তখন রাজ্যজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইডি। জেলায় জেলায় হানা দিয়ে চলছে তদন্ত। বাঁকুড়া থেকে বনগাঁ- সব জায়গায় শুরু হয় ইডির হানা। এর মাঝেই এই মামলায় শেখ শাহজাহানের নাম উঠে আসে। ইনি একদিকে যেমন ছিলেন মৎস্য কর্মাধক্ষ্য, অন্যদিকে সন্দেশখালি এলাকার বাঘ হিসেবে পরিচিত ছিলেন। জানুয়ারির ৫ তারিখ তার বাড়িতে ইডি হানা দেয়। তখন শাহজাহান বাড়িতে নেই। ফোনে ইডির কথা শুনেই সাম্রাজ্য থেকে ফেরার হয়ে যান শাহজাহান। তারপর ইডি অফিসারদের উপর হামলা হয় সন্দেশখালির বুকে। সেই রক্তাক্ত সন্দেশখালি উঠে আসে চর্চায়।

এদিকে এই ঘটনার পর থেকেই শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে মহিলাদের অভিযোগের আঁচ বাড়তে থাকে। একে একে গ্রেফতার হন শিবু, উত্তমের মতো অভিযুক্তরা। তবে দীর্ঘ ৫৫ দিন অধরা থেকে যান শাহজাহান। তার গ্রেফতারি নিয়ে মুখ খোলেন অভিষেক থেকে শুভেন্দু সকলেই। এর মাঝেই হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “শাহজাহানকে গ্রেফতার না করার জন্য পুলিশকে কোনও নির্দেশই দেওয়া হয়নি। আমরা পুলিশকে বলিনি, যে কাউকে গ্রেফতার করা যাবে না।” তারপরেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ শাহজাহানের গ্রেফতারি নিয়ে এক সপ্তাহের ডেডলাইন বেঁধে দেন।

তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই রাজ্য পুলিশের হাতে ধরা পড়লেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেশখালির মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে বসিরহাট মহকুমা আদালতে। আর এই গ্রেফতারি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো থাকবে। এটাই গণতন্ত্র। আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু তা করা হয়েছে। এটি প্রত্যেকের জন্য একটি শিক্ষা। এখন, আসুন আশা করি আইনের শাসনের একটি নতুন ভোর ফিরে আসবে বাংলায়। আমি আনন্দিত যে ভাল জিনিস ঘটছে।’