ভারতের প্রতিটি নাগরিকের রয়েছে রেশন কার্ডের অধিকার। দেশে খাদ্যাভাব দূর করতে এই ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন শপ থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের উপর। দেশের রেশন ব্যবস্থা চালু রাখতে বেশ কিছু অনুমোদিত দোকান থেকে এই রেশন প্রদান করা হয় গ্রাহকদের।
তখন চলছে রমজান মাস। এই রমজান মাস শুরুর মুখেই বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই ঘোষণা মোতাবেক এই রোজা পালনের একমাস ‘রমজান বিশেষ প্যাকেজ’ প্রদান করার কোথাও ঘোষণা করেছিল সরকার। এই প্যাকেজে দেওয়া হচ্ছে অতিরিক্ত সামগ্রী। গত ১১ ই মার্চ থেকে দেওয়া হচ্ছে এই বিশেষ প্যাকেজ। আগামী ১২ ই এপ্রিল অবধি দেওয়া হবে এই বিশেষ প্যাকেজ। তবে সব পরিবার এই প্যাকেজের সুবিধা না। নির্দিষ্ট কিছু পরিবারকে এই প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার।
◆ যেসব সামগ্রী মিলবে: বর্তমানে বিশেষ কিছু পরিবারকে চিনি, ময়দা ও ছোলা দেওয়া হবে এই প্যাকেজে। যার মধ্যে ভর্তুকিযুক্ত চিনি পরিবার পিছু এক কিলোগ্রাম করে দেওয়া হচ্ছে, যার কেজিতে দাম পড়ছে ৩২ টাকা। এছাড়াও ভর্তুকিযুক্ত ময়দা দেওয়া হচ্ছে কেজিপ্রতি মাত্র ২৬ টাকা দামে। সেক্ষেত্রে প্রতি পরিবার এক কেজি করে ময়দা পাচ্ছেন। এছাড়াও প্রতি পরিবারকে ভর্তুকিযুক্ত এক কেজি করে ছোলা দেওয়া হচ্ছে। এই ছোলার দাম পড়ছে কেজিপ্রতি ৬২ টাকা।
◆ যারা পাচ্ছেন এই প্যাকেজ: রাজ্যের নির্দিষ্ট কিছু পরিবারকে দেওয়া হচ্ছে এই বিশেষ প্যাকেজের সুবিধা। খাদ্য দফতরের তরফে আগেই জানানো হয়েছিল যে পবিত্র রমজান উপলক্ষ্যে এই বিশেষ সাহায্য পাবেন রাজ্যের অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলি। রেশন ব্যাবস্থার মাধ্যমে এই সামগ্রী বন্টন করা হচ্ছে। এক্ষেত্রে ১২ ই এপ্রিল অর্থাৎ, পবিত্র ঈদের আগে অবধি দেওয়া হবে এই প্যাকেজ।