প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ram Mandir: রামলালার সব উপহার পৌঁছে যাবে কলকাতায়, কেন এই পদক্ষেপ! জেনে নিন

৫০০ বছর পর অযোধ্যায় পুণ্যভূমিতে প্রত্যাবর্তন ঘটছে ভগবান রামের। দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়ের পর অবশেষে নির্মাণ হয়েছে রাম মন্দিরের। আর এবার অপেক্ষার শেষ প্রহর গোনার পালা। কারণ আগামীকাল অর্থাৎ, ২২ শে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

৫০০ বছর পর অযোধ্যায় পুণ্যভূমিতে প্রত্যাবর্তন ঘটছে ভগবান রামের। দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়ের পর অবশেষে নির্মাণ হয়েছে রাম মন্দিরের। আর এবার অপেক্ষার শেষ প্রহর গোনার পালা। কারণ আগামীকাল অর্থাৎ, ২২ শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। একইসঙ্গে ওইদিন রামলালার ভব্য মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। যদিও সাতদিন আগে থেকেই রাম মন্দিরে শুরু হয়েছে বিশেষ উপাচার। দ্বাদশ অধিবাস প্রায় শেষের মুখে। এখন রাম রাজ্য অযোধ্যায় চলছে মোক্ষম মুহূর্তের প্রস্তুতি। তাই এখন অযোধ্যার পাশাপাশি গোটা ভারতবর্ষ যেন প্রহর গুনছে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের। এর মাঝেই রাম মন্দিরের সঙ্গে শহর কলকাতার একটি বিশেষ সূত্র সামনে এল।

বিগত একমাস ধরেই অযোধ্যার রামমন্দিরের জন্য দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উপহার এসে পৌঁছেছে। নেপালের জনকপুর থেকে ৩০০-র বেশি উপহার অযোধ্যায় এসেছে। উপহারগুলির মধ্যে রয়েছে, রুপোর জুতো, গয়না ও শাড়ি। এছাড়াও গুজরাটের আহমেদাবাদ থেকে গেছে পতাকা উত্তোলনের জন্য ৪৪ ফুট লম্বা পিতলের একটি বড় এবং ৬টি ছোট খুঁটি। এছাড়াও সোনার ফয়েল দিয়ে তৈরি ৫৬ ইঞ্চি নাগরু অযোধ্যায় পাঠানো হয়েছে, যা মন্দিরের আঙিনায় বসানো হবে। এদিকে ১০ ফুট উঁচু তালা গিয়েছে উত্তর প্রদেশের আলিগঢ় থেকে। এছাড়াও গুজরাটের সুরাট শহর থেকে সীতার জন্য বিশেষ শাড়ি গেছে সেখানে। আবার হীরার জন্য বিখ্যাত সুরাটের এক হীরা ব্যবসায়ী রামমন্দিরের আদলে ৫০০০ আমেরিকান ডায়মন্ডস ও ২ কেজি ওজনের একটি নেকলেস তৈরি করছেন।

তবে রামলালার জন্য এই উপহারের তালিকা আরো লম্বা হতে চলেছে বলে জানা গেছে। কারণ আগামীকাল বিশেষ অনুষ্ঠানে দেশবিদেশ থেকে ১১ হাজার আমন্ত্রিত উপস্থিত থাকবেন। তাদের সকলেই কিছু না কিছু উপহার দেবেন রামলালাকে। এছাড়াও, আগামী ২৩ শে জানুয়ারি থেকে মন্দিরের দরজা খুলে গেল সাধারণ পুণ্যার্থীরাও রামলালাকে নানা উপহার দেবেন। আর এই উপহারের মধ্যে সোনা, রূপো ও প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতুতে তৈরি নানা গয়না ও সামগ্রী থাকবে বলে আশা করা হচ্ছে। আর রামলালার এইসব মূল্যবান উপহারকে নিয়ে এবার নেওয়া হল বড় সিদ্ধান্ত।

সূত্রের খবর, রাম মন্দিরের সব মূল্যবান উপহার নিয়ে আসা হবে শহর কলকাতায়। আজ্ঞে হ্যাঁ, অযোধ্যা থেকে সেইসব মনিমানিক্য নিয়ে আসা হবে পশ্চিমবঙ্গের এই শহরে। ইতিমধ্যে, কলকাতা ট্যাকশাল থেকে ২ জন প্রতিনিধি অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। তারা সেখানে ১৫ দিন থাকবেন বলেও জানা গেছে। আর তাদের হাতেই সুরক্ষার সঙ্গে তুলে দেওয়া হবে রামলালার সমস্ত মূল্যবান উপহার। এই বিষয়ে কলকাতা থেকে অযোধ্যায় আসা হিসাবরক্ষকের মধ্যে একজন মলয় দত্ত বলেন, “আমরা কলকাতার মিন্ট থেকে এসেছি। কেন্দ্রীয় সরকার এখানে মোতায়েন করেছে। রামমন্দিরে যা দান পড়বে—সোনা, রুপো, কলকাতা ট্যাঁকশালে যাবে।”